মো. আব্দুল শহীদঃ
একটি মাত্র রেজিস্ট্রেশন দিয়ে সিলেট ও সুনামগঞ্জে দুইটি সিএনজি গাড়ি চলছে, মালিকের বিরুদ্ধে আদালতে বিশ্বাস ভঙ্গের মামলা দায়ের করা হয়েছে। গত ২০/০১/২০২১ ইং তারিখে ক্রেতা মো. সোলেমান মিয়া বাদী হয়ে আমল গ্রহনকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত দিরাই জোন সুনামগঞ্জে গাড়ির মালিক এলিম উদ্দীনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সিআর মামলা নং ০৮/২০২১ (দিরাই)।একটি রেজিস্ট্রেশন দিয়ে ২টি গাড়ি চলছে: মালিকের বিরুদ্ধে মামলা| | আজকের আলো
মামলার বিবরণে জানা যায়, মামলার বাদী ও বিবাদী পূর্ব পরিচিত হওয়ার সুবাদে বিবাদীর মালিকানাধীন সিএনজি গাড়ি বিক্রি করতে চাইলে বাদী গাড়িখানা ক্রয় করতে ইচ্ছা প্রকাশ করে। যার রেজিঃ নং-সিলেট (থ) ১২-১৮৮৯, চেচিস নং গউ২অঅঅততচঐখ২৭৩৯২, ইঞ্জিন নং ১৭৫ সিসি। উপস্থিত সাক্ষীগনের সম্মুখে গাড়ির মূল্য ৫ লক্ষ ১০ হাজার টাকা সাব্যস্থক্রমে নগদ ১ লক্ষ টাকা প্রদান করে এলিম উদ্দীনের কাছে। বাকী ৪ লক্ষ ১০ হাজার টাকা ৪১ কিস্তির মাধ্যমে পরিশোধের শর্তে বর্ণিত গাড়ি খানার নবায়নের কাগজপত্র বিবাদী বিক্রেতা নিজ খরচে তিন মাসের মধ্যে সমজাইয়া দেওয়ার শর্তে উভয় পক্ষ স্ট্যাম্পে স্বাক্ষর করেন।একটি রেজিস্ট্রেশন দিয়ে ২টি গাড়ি চলছে: মালিকের বিরুদ্ধে মামলা| | আজকের আলো
পরবতীর্তে খরিদা মালিক হিসেবে সোলেমান মিয়া তিন কিস্তিতে ৬০ হাজার টাকা কিস্তি পরিশোধ করেন এবং নগদ ৩০ হাজার ৫শত টাকা খরচ করে গাড়ি মেরামত করেছেন। বিক্রেতা ৩ মাস সময়ের মধ্যে কাগজপত্র নবায়ন করে না দেওয়ায় ক্রেতা বার বার তাগিদ দিলে তালবাহানা করে সময় ক্ষেপন করেছেন। সর্বশেষ গত ১৭/১১/২০২০ ইং তারিখে তাগিদ দিলে বিক্রেতা গাড়ি বিক্রি এবং কাগজপত্র নবায়ন অস্বীকার করেন। মামলার সমন পেয়ে বিক্রেতা তার গাড়ি চুরি হয়েছে মর্মে ক্রেতার বিরুদ্ধে জেলা পুলিশ সুপার বরাবরে লিখিত অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে সদর মডেল থানার অফিসার ইনচাজ মো. শহিদুর রহমান সোলেমান মিয়াকে গাড়ি ক্রয়ের কাগজপত্র নিয়ে থানায় যোগাযোগ করার কথা বলেন। একটি রেজিস্ট্রেশন দিয়ে ২টি গাড়ি চলছে: মালিকের বিরুদ্ধে মামলা| | আজকের আলো
বিক্রেতা এলিম উদ্দীনের মোবাইল ফোনে কল করলে কোন উত্তর পাওয়া যায়নি। তাই বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। ক্রেতা সোলেমান মিয়া বলেন, ভুয়া রেজিস্ট্রেশন দেখিয়ে এলিম উদ্দীন আমার কাছে সিএনজি বিক্রি করিয়া উল্টো আমার বিরুদ্ধে অভিযোগ করে পুলিশ দিয়ে হয়রানি করছে। রেজিস্ট্রেশনের বিষয়ে খোজঁ নিয়ে দেখি এলিম উদ্দীনের নামে কোন রেজিস্ট্রেশন নেই। মতিউর একটি রেজিস্ট্রেশন দিয়ে ২টি গাড়ি চলছে: মালিকের বিরুদ্ধে মামলা| | আজকের আলো
রহমানের ছেলে আতাউর রহমানের নামে রেজিস্ট্রেশন। আমার ক্রয়কৃত গাড়ির রেজিস্ট্রেশন দিয়ে আরেককটি সিএনজি চলছে। এ বিষয়ে দিরাই থানার সাব-ইন্সপেক্টর এটিএম জহিরুল ইসলাম বলেন, ঘটনার পারিপাশির্^কতায় মো. এলিম উদ্দীনের বিরুদ্ধে বাদীর আনিত পেনাল কোড আইনের ৪০৬/৪২০ ধারার অপরাদ প্রমাণিত হওয়ায় ১৪/৩/২০২১ইং আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেছি। এ ব্যাপারে সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. শহিদুর রহমান বলেন, তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।