প্রধানমন্ত্রীর উপহার কর্মহীনদের মাঝে পর্যায়ক্রমে বিতরণ হচ্ছে - বিভাগীয় কমিশনার

প্রধানমন্ত্রীর উপহার কর্মহীনদের  মাঝে পর্যায়ক্রমে বিতরণ হচ্ছে - বিভাগীয় কমিশনার


লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ

সিলেট বিভাগের কমিশনার মোঃ খলিলুর রহমান বলেছেন চলমান লকডাউনের কারণে কর্মজীবি মানুষ কর্মহীন হয়ে পড়ায় সরকার তাদের দুঃখ দুর্দশার কথা চিন্তা করেই খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছে।  প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ চাল ডাল তেল সহ নিত্য প্রয়োজনীয় পণ্য পর্যায় ক্রমে প্রতি উপজেলার ইউএনও ও জন প্রতিনিধিদের মাধ্যমে বিতরণ অব্যাহত আছে। আমাদের পর্যাপ্ত খাদ্য সামগ্রী মজুত আছে । আপনারা সরকারের নির্দেশিত আইন ও স্বাস্থ্য বিধি মেনে চলুন সরকার আপনাদের পাশে ছিল আছে থাকবে। 

১২ জুলাই সোমবার বিকাল ৪ টায় সুনামগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে  সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে চলমান কঠোর লকডাউন জনিত কারণে কর্মহীন সিএনজি আটক রিক্সা হিজড়া পরিবহন শ্রমিক সহ অন্যান্য শ্রেণি পেশার ২০০ দরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ কালে তিনি এসব কথা বলেন।  সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বিপিএম উপ পরিচালক স্হানীয় সরকার মোঃ জাকির হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আল-ইমরান রুহুল হোসেন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু কেন্দ্রীয় মসজিদের সাধারণ সম্পাদক নুরুল রব চৌধুরী, সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার সম্রাট হোসেন, দিপংকর বর্মণ, আরিফুল ইসলাম প্রমুখ। 

প্রসঙ্গত: বর্তমান কোভিড পরিস্থিতি মোকাবিলায় গত ২০২০- ২০২১ অর্থ বছরে এ জেলায় বিভিন্ন ধাপে সরকারী সহায়তা হিসেবে ২০ হাজার পরিবারের মাঝে ২ লক্ষ মেট্রিক টন চাল ১ লক্ষ ৪৪ হাজার ২৬৮  টি পরিবারের মাঝে ৭৩৯৯০০০টাকা নগদ অর্থ প্রদান করা হয়। ১৫৯৩৩১টি পরিবারের মাঝে ভিজিএফের আওতায় ৭১৬৯৮৯৫০ টাকা ২২০০টি পরিবারের মাঝে ১১০০০০০ টাকার শিশু খাদ্য ৬০০ প্যাকেট শুকনো খাবার এবং গো খাদ্য হিসেবে ১১০০০০০  টাকা   বিতরণ করা হয়। 

চলতি ২০২১-২০২২ অর্থ বছরে ত্রাণ সহায়তা হিসেবে ১১৫০০০০  টাকা ৩৯০০০০ মেট্রিক টন চাল বরাদ্দ পাওয়া যায় যা বিতরণ চলমান রয়েছে। এছাড়াও ১৫৯৩৩১০  মেট্রিক টন চাল ভিজিএফ বরাদ্দ পাওয়া যায় যা ১৫৯৩৩১টি পরিবারের মাঝে বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।

*

إرسال تعليق (0)
أحدث أقدم