আহমেদ হোসাইন ছান৷
সাবেক ছাত্র নেতা, নোয়াখালী ৪ আসন ( সদর - সুবর্ণচর) এমপি পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সোহাগ চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল গন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় রেলমন্ত্রী জনাব নুরুল ইসলাম সুজনের সাথে সাক্ষাৎ শেষে স্মারকে লিপি প্রদান করেন। স্মারক লিপি তে নোয়াখালী বাসীর দীর্ঘ দিনের দাবী এক জোড়া নতুন ট্রেনের জন্য মাননীয় রেলমন্ত্রীর কাছে দাবী পেশ করা হয়। মাননীয় রেলমন্ত্রী নোয়াখালী বাসীর দীর্ঘ দিনের দাবী পুরনে আশ্বস্ত করেন এবং আগামী সেপ্টেম্বর মাসে এক জোড়া নতুন ট্রেন উপহার দিবেন বলে অঙ্গীকার করেন। এ সময় সাবেক ছাত্র নেতা এবং নোয়াখালী ৪ আসন সদর সুবর্ণচরের এমপি পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সোহাগ চৌধুরী বলেন,১৯৮৫ সালে সর্ব প্রথম নোয়াখালী তে উপকূল এক্সপ্রেস নামে একটি টেন নোয়াখালী থেকে ঢাকা রুটে চলাচল শুরু করে।এরপর গত ৩৮ বছরে এই পুরনো লক্কর ঝক্কর উপকূল এক্সপ্রেস ট্রেন টি একমাত্র আসা যাওয়া করে।আর কোন নতুন ট্রেন নোয়াখালী বাসীর ভাগ্য জুটেনি।এ সময় সাবেক ছাত্র নেতা সোহাগ চৌধুরী আর ও বলেন,আমরা নোয়াখালী বাসী গত ১৮ জুলাই ২০১৯ সালে মাননীয় রেলমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে নতুন এক জোড়া রেল দাবী করি।মন্ত্রী ঐ সময় এক জোড়া নতুন ট্রেন দিবেন বলে আশ্বাস দিলে ও তা নোয়াখালী বাসীর কপালে জুটেনি। এ অবস্থায় নোয়াখালীর সাধারণ জনগণের মারাত্মক দু;খ দুর্দশার কথা চিন্তা করে এমপি পদ প্রার্থী সোহাগ চৌধুরী মাননীয় রেলমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে স্মারক লিপি প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন ফুয়াদ,আরেফিন,নাদিয়া,ফারুক,আতিক সাজ্জাদ সহ নেতৃবৃন্দ। মন্ত্রী মহোদয়ের সাথে সাক্ষাৎ শেষে নোয়াখালী ৪ আসনে সদর সুবর্ণচরের এমপি পদে মনোনয়ন প্রত্যাশী সোহাগ চৌধুরী সাংবাদিকদের ব্রিফ করেন।