জগন্নাথপুরে বজ্রপাতে করনীয় সম্পর্কে কর্মশালা



স্টাফ রিপোর্টার: 

সুনামগঞ্জের জগন্নাথপুরে বজ্রপাতে করনীয় সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জনসচেতনতা মূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

আজ ৭ মে রবিবার দুপুরে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশিক্ষণ হলে

লাইফস্টাইল হেলথ এডুকেশন এন্ড প্রমোশন, স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য সেবা বিভাগ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে জগন্নাথপুর পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মধু সুধন ধরের সভাপতিত্বে ও ডাক্তার সাইকুল ইসলাম এর পরিচালনায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

সভায় বন্যা, ভূমিধস ও বজ্রপাতে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বক্তব্য রাখেন - উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, সাংবাদিক শাহজাহান মিয়া, জগন্নাথপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর আলাল হোসেন, ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর কামাল হোসেন, ডাক্তার তানজীম হোসেন, ডাক্তার মারুফা তামান্না, ডাক্তার শহিদুল ইসলাম,  সমাজ সেবক বজলুর রশিদ,  ডাক্তার আওলাদ আহমেদ মুগ্ধ, ডাক্তার মনিরুজ্জামান শিহাব সহ আরো অনেকে।

সভায় বজ্রপাতে করনীয় সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির প্রতি গুরুত্বারোপ করা হয়।। 

*

إرسال تعليق (0)
أحدث أقدم