স্টাফ রিপোর্টারঃ
আলোকিত সমাজ গঠনের জন্য সৎ,যোগ্য,ন্যায়নিষ্ঠ ও আলোকিত মানুষের প্রয়োজন
মোঃ সাজেদুল ইসলাম
জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব মো.সাজেদুল ইসলাম বলেন, আলোকিত সমাজ গঠনের জন্য সৎ,যোগ্য,ন্যায়নিষ্ঠ ও আলোকিত মানুষের প্রয়োজন৷ আজ আমারা যে দুইজনকে সংবর্ধনা দিচ্ছি তারা সমাজের আলোকিত ও দ্বীপান্নিত ব্যক্তি৷ উনাদের মেধা ও সৃষ্টিকর্মের মাধ্যমে আমরা একটি সুন্দর সমাজ বিনির্মাণ করত পারি৷ হলিয়ারপাড়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ জনাব ড.মঈনুল ইসলাম পারভেজ আমার একজন প্রিয় মানুষ৷ হলিয়ারপাড়া মাদরাসার শিক্ষার্থীরা ভাগ্যবান যে তাদের শিক্ষক হিসেবে দুইজন
গবেষক ও পন্ডিত ব্যক্তিকে তারা পেয়েছে৷আমি বিশ্বাস করি তাঁদের পথ অনুসরণ করে
শিক্ষার্থীরা নিজেদেরকে আদর্শ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সক্ষম হবে৷
অদ্য ১৩ সেপ্টেম্বর ২০২২ ইং মঙ্গলবার সকাল ১১ঘটিকায় হলিয়ার পাড়া জামেয়া কাদেরিয়া সুন্নিয়া ফাজিল ডিগ্রি মাদরাসা সেমিনার হলে
মাদরাসার অধ্যক্ষ, বিশিষ্ট লেখক ও গবেষক মাওলানা মোহাম্মদ *মঈনুল ইসলাম পারভেজ* *পিএইচডি ডিগ্রি* ও মাদরাসা প্রভাষক (আরবী) *মাওলানা ফরিদ আহমদের* *এমফিল ডিগ্রি* অর্জন করায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
মাদরাসা গভর্নিং বডি সভাপতি জনাব মো.ফয়জুল ইসলাম'র সভাপতিত্বে ও মাদরাসা শিক্ষক মাওলানা আব্দুল হান্নান সিদ্দিকী ও মাওলানা মহিউদ্দিন এমরান'র যৌথ পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মো.নুরুল হক৷ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদরাসা শিক্ষক সমিতি, জগন্নাথপুর এর সাধারণ সম্পাদক ও সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ জনাব ড. সৈয়দ রেজওয়ান আহমদ,রসুলগঞ্জ জামেয়া কুরআনিয়া আলিম মাদরাসা অধ্যক্ষ মাওলানা আবু ইউসুফ মো.মানিক,চিলাউড়া দারুচ্ছুন্নাহ আলিম মাদরাসা অধ্যক্ষ মাওলানা মো. তাজুল ইসলাম আলফাজ, আওয়ামী লীগ জগন্নাথপুর উপজেলা সহ সভাপতি জনাব আব্দুল কাইয়ূম মশাঈদ, শ্রীরামসী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জনাব মো. হাজের আলী, জয়দা আরাবিয়া দাখিল মাদরাসা সুপার মাওলানা মো.মখছুছুল করিম চৌধুরী, হলিয়ারপাড়া ফাজিল মাদরাসার প্রভাষক (আরবী) মাওলানা মোঃ তৌফিকুল ইসলাম, লতিফিয়া ক্বারী সোসাইটি জগন্নাথপুর উপজেলা সাধারন সম্পাদক মাওলানা মোঃ আজমল হোসাইন জামি,মাদরাসা গভর্নিং বডি সহ সভাপতি মাওলানা মো.আব্দুল গনি সোহাগ, সদস্য জনাব গোলাম রব্বানী, জনাব মো.আব্দুল হান্নান, ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ে পরিচালনা কমিটির সভাপতি মেঃ বদরুল ইসলাম, মীরপুর পাবলিক বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো.আমির হামজা,পূর্ব বুধরাইল আটঘর আউদত ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মো. আমির আলী,রসূলপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদরাসা সুপার( ভারপ্রাপ্ত)মাওলানা মো. তাজুল ইসলাম,হলিয়ারপাড়া ফাজিল মাদরাসার সহকারী শিক্ষক জনাব মিজানুর রহমান,শাহজালাল জামেয়া দ্বীনিয়া দাখিল মাদরাসার সুপার(ভারপ্রাপ্ত) মাওলানা মো. লুৎফুর রহমান, হযরত আবু বকর সিদ্দিক (রা.) দাখিল মাদরাসার সুপার(ভারপ্রাপ্ত) মাওলানা মো. ইকবাল হোসাইন, কুবাজপুর ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মো. আব্দুর রব, শ্রীরামসি হাফিজিয়া ইবতেদায়ী মাদরাসার সুপার, মাওলানা মো.আবু তাহের,ছাত্র সংসদের জিএস মোঃ আশিকুর রহমান৷
অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মোঃ সাইদুল ইসলাম ও
নাত পরিবেশ করে মোঃ আরিফুর রহমান নাফিজ
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মাদরাসা গভর্ণিং বডির সাবেক সভাপতি জনাব আলহাজ মোঃ আব্দুল হক,বিশিষ্ট সমাজসেবক লন্ডন প্রবাসী জনাব মোঃ আছকির মিয়া,মাদরাসা গভর্নিং বডি সদস্য আহবাবুর রহমান সেলিম, কুবাজপুর দাখিল মাদরাসার সহ সুপার মাওলানা মোঃ জমির উদ্দিন,রসুলগঞ্জ জামেয়া কুরআনিয়া আলিম মাদরাসার সহকারী মৌলভী মাওলানা মোঃ ওমর ফারুক, রসূলপুর দাখিল মাদরাসা শিক্ষক হাফিজ মাওলানা নূর উদ্দিন,মীরপুর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক জনাব আব্দুর রশীদ আল ইসলাহ জগন্নাথপুর উপজেলা সহ সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুল ইসলাম খাঁন শিহাব প্রমুখ।