জগন্নাথপুরে উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ৫ প্রার্থীর নাম চুড়ান্ত



রিপোর্টঃ আমিনুর রহমান জিলু


সুনামগঞ্জের জগন্নাথপুরে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ৫ জনের নাম চুড়ান্ত করে কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। কেন্দ্র থেকে যার নামে সিদ্ধান্ত আসবে তিনিই হবেন জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনের আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী এবং নৌকার মাঝি।

আজ ১৫ জুন বুধবার দুপুরে স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত বর্ধিত সভায় আসন্ন জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়নের জন্য ৫ জন প্রার্থীর নাম চুড়ান্ত করা হয়েছে। তারা হলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি আকমল হোসেন,

উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজ্বী রেজাউল করিম রিজু,

উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি হারুন রাশীদ, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মিন্টু রঞ্জন ধর।

সভায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজ্বী রেজাউল করিম রিজুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি জননেতা সিদ্দিক আহমদ, সৈয়দ আবুল কাশেম, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সাবেক সহ সভাপতি হারুন রাশিদ, সহ সভাপতি সিরাজুল হক, যুগ্ন সম্পাদক সিরাজ উদ্দিন, লুৎফুর রহমান, সুজিত কুমার রায়, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, জয়দ্বীপ সুত্রধর বিরেন্দ্র। তথ্য ও গবেষণা সম্পাদক বিজন কুমার দেব, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল জব্বার, সাবেক পৌর মেয়র উপজেলা আওয়ামীলীগ সদস্য মিজানুর রশিদ ভুইয়া, সহ প্রচার সম্পাদক ফিরোজ আলী, শ্রম সম্পাদক সৈয়দ শেফুল আমিন, মসহুদ আহমেদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুজিবুর রহমান, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মতিউর রহমান, সহ দপ্তর সম্পাদক মাসুম আহমেদ, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক হাজ্বী ইকবাল হোসেন ভুইয়া, হাজী জমসেদ আলী তালুকদার সহ আরো অনেকে। 

পরে সর্বসম্মতিক্রমে ৫ জনের নাম চুড়ান্ত করে কেন্দ্রে পাঠানো সিদ্ধান্ত হয়।

এসময় জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

*

إرسال تعليق (0)
أحدث أقدم