জগন্নাথপুরে হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার



স্টাফ রিপোর্টার::


সুনামগঞ্জের জগন্নাথপুরে হত্যা মামলার প্রধান আসামী নুরুল ইসলাম-কে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। সে সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার দশঘর পশ্চিম নোয়াগাঁও গ্রামের উজির উদ্দিনের ছেলে। মঙ্গলবার আসামীকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে সোমবার রাতে তাকে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত বছরের ২১ নভেম্বর বসতবাড়িতে গরু ঢুকাকে কেন্দ্রে করে উপজেলার মিরপুর ইউনিয়নের লহরী গ্রামের আশক আলীর ছেলে সুজন মিয়ার উপর অতর্কিত হামলা করে পাশ্ববর্তি সিলেটর বিশ্বনাথ উপজেলার দশঘর (পশ্চিম নোয়াগাঁও) গ্রামের সিরাজ উদ্দিনের পক্ষের লোকজন।
হামলায় সুজন মিয়া গুরুতর আহত হলে, তাকে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন সুজন মিয়া মারা যান। পরে জগন্নাথপুর থানায় আশক আলী বাদী হয়ে নুরুল ইসলামকে প্রধান আসামী করে ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) জিন্নাতুল ইসলাম তালুকদার বলেন, ঘটনার পর থেকে আসামীরা পালাতক রয়েছেন। মামলা দায়েরের পর দুই আসামীকে গ্রেপ্তার করা হয়। আরো দু’জন আদালতে জামিনের জন্য হাজির হলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারের পাঠায়। জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত আসামীকে কারাগারের পাঠানো হয়েছে। বাকি ছয় আসামীকে গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

*

إرسال تعليق (0)
أحدث أقدم