জগন্নাথপুরে মানবতার ফেরিওয়ালা- হাজী ছমির আলী


রিপোর্টঃ আমিনুর রহমান জিলু


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মজিদপুর সমসর আলী হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানা, সায়েক কমিউনিটি সেন্টার এবং  সাফিয়া মার্কেট এর প্রতিষ্ঠাতা মানবতার ফেরিওয়ালা -যুক্তরাজ্য প্রবাসী হাজী ছমির আলীর নিজস্ব উদ্যোগে ২ দিন ব্যাপী বন্যার্থ মানুষের মাঝে ৩৫০ প্যাকেট খাদ্য সামগ্রী ও ১০০০ প্যাকেট রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।

গতকাল ২৬ জুন রবিবার থেকে শুরু করে আজ সারাদিন ব্যাপী উপজেলার সাংগির গাও ঘিপুরা, আট পাড়া হাইস্কুল, শাহজালাল কলেজ, খাশিলা হাজি মন্তাজ উদ্দিন হাই স্কুল, জগন্নাথপুর পৌরসভা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জগন্নাথপুর সরকারী কলেজ, কেশব পুর মসজিদ,  কেশবপুর হাই স্কুল, কেশবপুর বাজার, 

নাদাম পুর খালপাড় মসজিদ সংলগ্ন এলাকা, মজিদপুর, সাদীপুর এলাকায় বন্যার্থ মানুষের মাঝে এই খাদ্য সামগ্রী ও রান্না করা খাবার বিতরণ করা হয়।

তিনি তার কমিউনিটি সেন্টার, এতিম খানা, ও মার্কেট বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য উন্মুক্ত করে দিয়েছেন। 

ভবিষ্যতেও মানবতার ফেরিওয়ালা হাজ্বী ছমির আলীর এই মহতি কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এসময় মজিদপুর গ্রামের একঝাঁক তরুণ সেচ্ছাসেবক তার সাথে উপস্তিত ছিলেন।

*

إرسال تعليق (0)
أحدث أقدم