দিরাই প্রতিনিধি:-
জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া যাবে না-এমন নির্দেশনা দিয়ে বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা থেকে (৭ জুলাই) মধ্যরাত পর্যন্ত কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার।
এর ধারাবাহিক সুনামগঞ্জের দিরাইয়ে কঠোর লকডাউনের তৃতীয় দিনে ভোর থেকেই দিরাই উপজেলার গুরুত্বপূর্ণ স্থান সমূহে নিয়মিত টহলের মাধ্যমে সর্বসাধারণকে ঘরমুখী করতে মূল সড়কে টহল ব্যবস্থা জোরদার করা হলেও উপজেলার বিভিন্ন ছোট ছোট বাজারগুলোতে সরকারের এই নির্দেশনা খুব একটা মানতে দেখা যায়নি। মানুষ অপ্রয়োজনেই ঘর থেকে বের হচ্ছেন। বিভিন্ন বাজারে গাদাগাদি করে দাঁড়িয়ে বাজার করছেন । এমনকি মাস্কও ব্যবহার করছেন না অনেকেই। বিকাল হতেই অলিগলিতে বসেছে আড্ডা, বেড়েছে মানুষের আনাগোনা। খুলে বসেছে মহল্লার চায়ের দোকান মানুষ অনেকটাই আগের মত করে চলাচল করছেন। মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। সামাজিক দূরত্ব বজায় রাখা তো দূরের কথা অনেকে মাস্কও পরছে না। পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের দেখলে পালিয়ে যাচ্ছে তাঁরা।
শনিবার (৩ জুলাই) উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, স্বাস্থ্যবিধি মানাতে মাঠে অবস্থান করছে আইনশৃঙ্খলা বাহিনী। রাস্তার মোড়ে মোড়ে অবস্থান নেয়ায় শহরের মূল সড়ক ফাঁকা দেখা গেছে। কোথাও নেই আগের মতো ব্যস্ততা। সড়কে গণ পরিবহন বন্ধ থাকলেও অটোবাইক,ভ্যানের পাশাপাশি জনসাধারনের চলাচল ছিল সীমিত আকারে। বন্ধ রয়েছে মার্কেট, ফলে শহরে এক ধরণের নিরবতা বিরাজ করছে।
কিন্তু বিপরীত চিত্র অলি-গলিতে। উপজেলার শ্যামারচর বাজার, টানাখালী, রাজানগর, গছিয়া, কর্ণগাঁও বাজারসহ উপজেলার বিভিন্ন গলিতেই ছিল মানুষের সমাগম। রাস্তার পাশে বাজার ও গলিতে থাকা চায়ের দোকান ঘিরে জটলা ও আড্ডাও দেখা গেছে।