সুনামগঞ্জ প্রতিনিধিঃ
করোনা সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ও কোভিড-১৯ মোকাবেলায় মন্ত্রীপরিষদ বিভাগের জারিকৃত প্রজ্ঞাপনের আলোকে, সুনামগঞ্জের সকল উপজেলা ও পৌরসভায় পৃথক অভিযান চালিয়ে ১৪৬ জনকে জরিমানা ও একজনকে আটক করা হয়েছে।
Most favourite bangla news | ajkeralo |
আজকের আলাে | লাখাে পাঠকের অনলাইন
ঠিকানা | www.ajkeralo.com
প্রত্যেক উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক জনসমাগমস্থলে লকডাউনের বিষয়ে মাইকিং এবং ব্যাপক প্রচারণা চালানো হয়েছে। বিধিনিষেধ কার্যকর করার জন্য সকল উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল বৃদ্ধি করা হয়েছে। সেনাবাহিনীর ৮টিমে ৮০ জন, র্যাবের ২টি টিমে ১৬ জন, বিজিবির ৩টি টিমে ৩৬ জন, ব্যাটালিয়ন আনসার ২টি টিমে ২০ জন এবং পুলিশের ২০ টি টিমে ১৬০ জন নিয়মিত টহল দিয়েছে।
Most favourite bangla news | ajkeralo |
আজকের আলাে | লাখাে পাঠকের অনলাইন
ঠিকানা | www.ajkeralo.com
তাদের সাথে ছিল দায়িত্ব প্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গণ। এসময় বিধি নিষেধ লংঘনের জন্য ২১টি পৃথক মোবাইল কোর্টের মাধ্যমে ১৩৯টি মামলায় ১৪৬ জনকে ৯৬৬৫০ টাকা জরিমানা ও ১ জনকে কারাদণ্ড প্রদান করা হয়েছে। সুনামগঞ্জ জেলা প্রশাসকের ভেরিফাইড ফেসবুক আইডি সূত্রে আরো জানা যায় - জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে। এসম্পর্কিত তথ্যের জন্য ইফতিসাম প্রীতি, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (মোবাইল নংঃ ০১৭৩০৩৩১০৯৬) এর সাথে যোগাযোগের জন্য অনুরোধ জানানো হয়েছে।