ছাতকে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার আব্দুস ছালাম গ্রেপ্তার | আজকের আলো

ছাতকে আন্তঃজেলা ডাকাত দল এর সর্দার আব্দুস ছালাম গ্রেপ্তার | আজকের আলো


মোঃ হুমায়ুন কবীর ফরীদি, বিশেষ প্রতিনিধি


অস্ত্র, ডাকাতি ও ছিনতাই সহ ১৯ টি মামলার আসামী ডাকাত সর্দার আব্দুস সালাম (৩৫) কে ছদ্মবেশে গ্রেপ্তার করেছে ছাতক থানা পুলিশ। থানা সুত্রে জানাযায়,  সুনামগঞ্জের পুলিশ সুপার  মোঃ  মিজানুর রহমান বিপিএম, সহ সহকারী পুলিশ সুপার ছাতক সার্কে মোঃ বিল্লাল হোসেন সহ ছাতক থানার অফিসার ইনচার্জ  নাজিম উদ্দিন এর দিক নির্দেশনায গোপন সংবাদের ভিত্তিতে  অত্র থানার এসআই হাবিবুর রহমান- পিপিএম এর নেতৃত্তে এসআই দীপংকর রায়, এএসআই মিজানুর রহমান সহ এক দল পুলিশ ছদ্মবেশে ৪ঠা জুলাই রোজ সোমবার বিকাল প্রায় ৫টা ৩০ মিনিটের সময় ছাতক উপজেলার  পেপারমিল সংলগ্ন মন্দিরের সামনে হইতে ডাকাতি , অস্ত্র ও ছিনতাই সহ ১৯টি মামলার আসামী আন্ত:জেলা ডাকাত দলের  সর্দার উপজেলা বাঁশখলা গ্রাম নিবাসী মোঃ আরব আলীর ছেলে  আব্দুস ছালাম (৩৫) কে গ্রেফতার করেন। সে দীর্ঘদিন ধরে পুলিশ এর চোখ ফাঁকি দিয়ে পালিয়ে ছিল ।


গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে ছাতক থানার এসআই হাবিবুর রহমান -পিপিএম বলেন, ছদ্মবেশে আন্তঃজেলা ডাকাত দল এর সর্দার আব্দুস ছালাম (৩৫)কে গ্রেপ্তার করেছি। আজ ৫ ই জুলাই রোজ সোমবার তাকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে।

*

إرسال تعليق (0)
أحدث أقدم