তাহিরপুরে জনতা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের উদ্যোগে মাস্ক বিতরণ | আজকের আলো

তাহিরপুরে জনতা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের উদ্যোগে মাস্ক বিতরণ | আজকের আলো


মুরাদ মিয়া, বিশেষ প্রতিনিধি

স্বাস্থ্য বিধি মেনে চলুন, মাস্ক ব্যবহার করুন " এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়ন জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শ্রীপুর বাজার কমিটির আহবায়ক, মোদাচ্ছির আলম সুবল এর নিজ উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়েছে। উক্ত ইউনিয়নের শ্রীপুর বাজারে পথচারী ও স্থানীয় নারী পুরুষ ২শতাধিক মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়। সোমবার (৫ জুলাই) দুপুরে শ্রীপুর বাজারে  মাস্ক বিতরণ করা হয়েছে? মোদাচ্ছির আলম সুবল  বলেন! সারা বিশ্বে যখন করোনা ভাইরাস সংক্রমণের তীব্র গতিতে বৃদ্ধি চলমান রয়েছে, ঠিক সেই মুহুর্তে বাংলাদেশেও সংক্রমণ বাড়ছে ।  তাহিরপুরে জনতা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের উদ্যোগে মাস্ক বিতরণ | আজকের আলো ফলে সরকার গত ( ১ জুলাই) থেকে আগামী (৭ জুলাই) পর্যন্ত  লকডাউন ঘোষণা দিয়েছেন। তারই ধারাবাহিকতায়  লকডাউন বাস্তবায়নের জন্য সাধারণ মানুষকে সতর্কতা ও করোনা ভাইরাস প্রতিরোধে থ্রী ডব্লিও মেনে চলার আহবান জানান, তিনি আরও বলেন শারিরিক দুরত্ব বজায় রেখে,হাত ধোয়া ও মাস্ক ব্যবহার করার জন্য অনুরোধ জানান। মাস্ক বিতরণ কালে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী নজমুল হাজি, শ্রীপুর বাজার কমিটির সদস্য , জিয়াউর রহমান আখনঞ্জি, সাংবাদিক সামছুল আলম আখনঞ্জি টিটু, সাংবাদিক মুরাদ মিয়া, সাংবাদিক আবু জাহান তালুকদার, কবির মিয়া, জাহাঙ্গীর তালুকদার প্রমুখ।





*

إرسال تعليق (0)
أحدث أقدم