জগন্নাথপুর প্রতিনিধিঃ
প্রথম আলোর জৈষ্ঠ প্রতিবেদক সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও গ্রেফতারের প্রতিবাদে নিন্দা জানিয়েছে জগন্নাথপুর রিপোর্টার্স ইউনিটি। ১৮ মে বুধবার সকাল ১০ ঘটিকায় স্থানীয় সানলাইট মার্কেটস্থ ইউনিটির নিজ কার্যালয়ে জগন্নাথপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি আমিনুর রহমান জিলু ও সাধারণ সম্পাদক আলী হোসেন খাঁন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই নিন্দা জানানো হয়। এবং অতি দ্রুত সাংবাদিক রোজিনাকে হেনস্থা ও নির্যাতনকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারে প্রতি আহবান ও বন্দি অবস্থা থেকে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার জন্য সরকারের প্রতি আহবান জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, অনুসন্ধানী সাংবাদিক রোজিনাকে হেনস্তা ও গ্রেফতার করার মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতা হরণ করা হয়েছে। অবিলম্বে সাংবাদিক রোজিনাকে মুক্ত করে না দিলে দেশ ব্যাপী বৃহত্তর আন্দোলনের ডাক দেয়ার হুঁশিয়ারি ও উচ্চারণ করা হয়।