গোবিন্দ দেব, নিজস্ব প্রতিবেদক
জগন্নাথপুর সাচায়ানী নন্দির গাওঁ ব্রিটিশ বাংলা এসোসিয়েশন ইউকে অর্থায়নে খাদ্য সামগ্রীর আয়োজন করা হয়েছে। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের সাচায়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দুই শত হতদরিদ্র পরিবারের লোকজনের মধ্য খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। সাচায়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে। ৫ মে সকাল ১০ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাচায়ানী গ্রামের মুরুব্বি ময়না মিয়ার সভাপতিত্বে, সংগঠনে সদস্য। আব্দুল হান্নানের পরিচালনায়। সাচায়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে। দুই শত হতদরিদ্র পরিবারের লোকজনের মধ্য খাদ্য সামগ্রী বিতরন করেন। খাদ্য সামগ্রী বিতরনে। প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি সিদ্দিক আহমেদ,, বিশেষ অতিথি ছিলেন পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক, জগন্নাথপুর পৌরসভার কাউন্সিলর শফিকুল হক,, প্রবাসী শিল্পপ্রতি শাহ মোঃ আনোয়ার হোসেন। প্রবাসী আব্দুর নুর ।। শিক্ষক আব্দুল মালিকপ্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মধু মিয়া, সাবেক মেম্বার আব্দুল গফুর, উপজেলা ছাএলীগের সাবেক সহ সভাপতি রন্জু দাস,। দুলাল মিয়া, আবু ছালেক। সজ্জাদুর রহমান, সফিক মিয়া, আব্দুর রাজ্জাক,, হাজী দুলাল মিয়া, প্রমুখ।। প্রবাসী শিল্পপ্রতি আনোয়ার হোসেন বলেন সাচায়ানী গ্রামের হতদরিদ্র একটি পরিবার কে ৫০ হাজার টাকা ঘর নির্মান করে দেওয়ার ঘোষনা করেন। খাদ্য সামগ্রী তালিকায় ছিলো। ১০ কেজি চাউল, ২ লিটার তৈল, ১ কেজি লবন ১ কেজি ,চিনি ১ কেজি ,ডাইল ১ কেজি, পিয়াজ ১ কেজি ,চানা।