কে এম শহীদুল ইসলাম, সুনামগঞ্জ
সুনামগঞ্জ পৌর শহরে ৪০০জন প্রতিবন্ধী ও দৃষ্টি প্রতিবন্ধীসহ তৃতীয় জনগোষ্ঠীর মাঝে করোনা কালীন সময়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহার বিতরণ করা হয়। ৫ মে বুধবার সকাল ১০টায় সুনামগঞ্জ স্টেডিয়াম মাঠে স্বাস্থ্য বিধি মেনে প্রধান মন্ত্রীর দেওয়া উপহার ১০ কেজি চাল এবং নগদ ৫শত টাকা হিসেবে ত্রাণ সামগ্রী বিতরণ করেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মো: জাহাঙ্গীর হোসেন। এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ স্থানীয় সরকারের উপ-পরিচালক, মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, সুনামগঞ্জ পৌর সভার মেয়র নাদের বখত্, অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ ,অতিরিক্ত পুলিশ সুপার জনাব মো: জয়নাল আবেদীন হায়দার, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সুচিত্রা রায়,সুনামগঞ্জ দুই রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু এবং বিন্দু তালুকদার প্রমূখ। এসময় জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর আলম বলেন বিশ্ব আজ করোনা কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছে । এই করোনা ভাইরাসে ২য় ধাপে অসহায় কর্মহীন মানুষেরা পড়েছে বিপাকে এবং লকডাউনে মধ্যে সাধারন মানুষেরা মানবেতর জীবন যাপন করছেন। তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অসহায় ও কর্মহীন মানুষের পাশে ছিলেন আছেন এবং থাকবেন। আজ প্রধান মন্ত্রীর কারনেই আপনাদের মাঝে নগদ ও খাদ্য সামগ্রী উপহার তুলে দিতে পারছি এবং পর্যায় ক্রমে প্রধধানমন্ত্রীর দেওয়া ত্রাণ সামগী বিতরণ কাজ অব্যাহত আছে । তিনি সকলের প্রতি স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহ্বান জানান।