দিলোয়ার হোসেন দিলু, শাল্লা
দিরাই শাল্লা সড়কের দাবীতে মানববন্ধন পালন করেছেন শাল্লার সর্বস্তরের জনগন। মঙ্গলবার সকাল ১১টায় শাল্লা সরকারি ডিগ্রি কলেজের সামনে নাগরিক সচেতনের ব্যানারে ঘণ্টাব্যাপি এই মানববন্ধন পালন করা হয়। মানববন্ধনে বকুল আহমেদ ও সুব্রত কুমার দাসের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক রবীন্দ্র কুমার দাস, শাল্লা উপজেলা জাতীয় পার্টির সভাপতি দুলদুল চৌধুরী, বিশিষ্ট সমাজ সেবক আব্দুল মন্নান, সাংবাদিক বাদল দাস, যুবলীগ নেতা ফেনি ভূষণ সরকার, স্বেচ্ছাসেবকলীগ সদস্য সচিব অজয় তালুকদার, যুবদল নেতা সাইফুর রহমান, যুবলীগ নেতা লাল আমিন তালুকদার, স্বেচ্ছাসেবকলীগ নেতা পলাশ সরকার পল্টু, ইকবাল তালুকদার, অরুপ তালুকদার, অনুপম তালুকদার জিকু, সুবীর সরকার, মিল্টন রায়, সন্দিপন সরকার, ছাত্রদলের আহ্বায়ক তারেক হাসান মুন্না। এছাড়াও শাল্লা উপজেলার ৪টি ইউনিয়ন থেকে প্রত্যেকে আলাদা আলাদা ব্যানার নিয়ে মানববন্ধনে অংশ গ্রহন করেন। এদিকে দিরাই উপজেলার শ্যামারচর বাজার থেকে অ্যানিমেশন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাও একটি ব্যানার নিয়ে মানববন্ধনে অংশ গ্রহন করেন।দিরাই শাল্লার রাস্তার দাবী আদায়ের এই মানববন্ধনে একাত্মতা পোষণ করেছেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সুয়েব আহমদ চৌধুরী ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবি এড. সুবীর নন্দী দাস। মানববন্ধনে বক্তারা বলেন, ৫০ বছরের স্বপ্ন আমাদের দিরাই শাল্লা সড়ক। প্রয়াত নেতা সুরঞ্জিত সেনগুপ্ত থাকাবস্থায় ২০১১ সালে রাস্তার কাজ শুরু করা হয়। এতে শাল্লাবাসীর আশার সঞ্চার জেগেছিল। কিন্তু ২০১৭ সালে এসে রাস্তারটির প্রকল্পের কাজ বন্ধ হয়ে যায়।সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান প্রকল্পের প্রায় ৯৯ কোটি উত্তোলণ করে নিয়ে যায়। এতে আমাদের শাল্লাবাসীর ভাগ্যের অবনতি করে যায়। এরপর ড. জয়াসেন গুপ্তা এমপি নির্বাচিত হয়ে সংসদে একাধিবার দিরাই শাল্লার রাস্তা নিয়ে উত্থাপন করলেও আমলাতান্ত্রিক জটিলতার কারনে বারবার মন্ত্রণালয় থেকে প্রস্তবনা ফেরত আসছে। তাই এসব আমলাতান্ত্রিক জটিলতা দুর করে অতিশীঘ্রই দিরাই শাল্লা সড়কের নতুন প্রকল্প অনুমোদন দিয়ে রাস্তার কাজ বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করেন শাল্লাবাসী। পরে মানববন্ধন শেষে আন্দোলনকারীরা একটি র্যালি বের করে শাল্লার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রিয় শহীদ মিনারে এসে এক সমাবেশে মিলিত হন। নতুন করে প্রকল্প অনুমোদন দাবীতে বিভিন্ন কর্মসুচি ঘোষণা দিয়েছেন শাল্লাবাসী। এমনকি আন্দোলনকারীরা গণস্বাক্ষর করে প্রধানমন্ত্রী বরাবরে স্মারক লিপি প্রদানের কর্মসুচি ঘোষণা দিয়েছেন।