নিজস্ব প্রতিবেদক
অবশেষে বালিজুরী ইউনিয়ন বাসীর স্বপ্ন পূরণ হতে যাচ্ছে, তাহিরপুর উপজেলা ছাত্রলীগ নেতা, বিপ্লব হাসান ইমন জানান,অশেষ কৃতজ্ঞতা জানাই, সুনামগঞ্জ-১ আসনের জননন্দিত মাননীয় সংসদ সদস্য উন্নয়নের রুপকার ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন মহোদয়েকে ধন্যবাদ জানাই যাদের কারণে আজ বাস্তবে রুপ নিতে যাচ্ছে, হাজারো মানুষের চলাচলের প্রধান রাস্তা এবং বাদাঘাট পাবলিক স্কুল,বাদাঘাট সরকারি কলেজপড়ুয়া শতশত ছাত্র-ছাত্রীদের চলাচল করার প্রধান সড়ক বালিজুরী ইউনিয়নের মাহতাবপুর গ্রাম হইতে বাদাঘাট ইউনিয়নের মল্লিকপুর গ্রাম পর্যন্ত ২ কিলোমিটার রাস্তা । সার্বিক সহযোগিতা ও অক্রান্ত পরিশ্রম করেন তাহিরপুর উপজেলার আওয়ামী লীগ এর সাধারন সম্পাদক মহোদয় । বেশ কয়েকদিন আগে আমি এবং সর্বসাধারণ বালিজুরী ইউনিয়নের মাহতাবপুর গ্রাম হইতে বাদাঘাট ইউনিয়ন মল্লিকপুর গ্রাম পর্যন্ত ২ কিলোমিটার রাস্তার মাটি ভরাট ও রাস্ত পাকাকরনের দাবীতে সামাজিক যোগাযোগ ফেইসবুকে পোস্ট করেছিলাম। এতে বিভিন্ন জাতীয় পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালে নিউজ হয় । এতে দৃষ্টিগোচর হন, আমার নেতা সদাহাস্যজ্বল, জনবান্ধব, জননেতা, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ এর বিপ্লবী সাধারণ সম্পাদক অমল কান্তি করউনি তাত্ক্ষণিকভাবে হাওর বাংলার রুপকার সুনামগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য- ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন মহোদয়ের সাথে যোগাযোগ করে, রাস্তার প্রকল্পের কাজটির কথা জানান, মাননীয় সংসদ সদস্য সহমত পোষণ করে দ্রুত তাত্ক্ষণিকভাবে সাধারণ মানুষের কথা চিন্তা করে ,রাস্তার কাজ বাস্তবায়নের লক্ষে দ্রুত ব্যবস্থা নেন এবং ডিও লেটার দেন ।প্রধান এল.ই.জি.ডির অফিস ঢাকার নির্বাহী প্রকৌশলী এবং সুনামগঞ্জ এল.ই.জি.ডির নির্বাহী প্রকৌশলীর বরাবর ।সুনামগঞ্জের এল.ই.জি.ডির নির্বাহী প্রকৌশলী সাক্ষর করে এম পি মহোদয়ের সাথে কথা বলে ও তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদকের নির্দেশে আজ আমায় পাঠান, তাহিরপুর স্থানীয় নির্বাহী প্রকৌশলীর বরাবর। তাহিরপুর উপজেলার আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদকঅমল কান্তি কর আংকেল একটি দরখাস্ত দেন সর্বোচ্ছ সহযোগিতা করেন ও এম পি সাহেবের ডিও লেটার, আজ জমা দিলাম তাহিরপুর উপজেলার এল,ই ,জি,ডির নির্বাহী প্রকৌশলীর কাছে। সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য উন্নয়নের বরপুত্র গরীব দুঃখী মেহনতী মানুষের নেতাইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন মহোদয় বলেন খুব দ্রুত সময়ের মধ্যেই রাস্তার কাজটি উদ্বোধন করা হবে এবং সাধারণ মানুষের চলাচলের উপযোগী করে দেওয়া হবে বলে আশ্বাস দেন ।উপস্থিত ছিলেন বালিজুরী ইউনিয়নের ২নং ওয়ার্ড মেম্বার সোহেল মিয়া-সহ মান্যগণ্য ব্যক্তিবর্গ।