"প্রকল্পের টাকা আত্মসাৎ" সংবাদ প্রকাশের পর, ইউ/পি সদস্যের গা বাঁচানো সংবাদ সম্মেলন



সুনামগঞ্জ প্রতিনিধিঃ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নে প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগকে ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রনোদিত দাবি করে সংবাদ সম্মেলন করেছেন ৩ ইউপি সদস্য। বুধবার (৩১ মার্চ) বেলা ১ টায় উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদ৷ ভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে ইউপি সদস্য আবুল কালাম, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মিনারা বেগম ও হাজেরা বেগম দাবি করেন,প্রতিপক্ষ পূর্ব বিরোধের জের ধরে আমাদের কে বির্তকিত ও মানহানি করার লক্ষ্যে উদ্দেশ্য প্রনোদিত ভাবে ভিত্তিহীন একটি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগকে কেন্দ্র করে একাধিক সংবাদ মাধ্যমে "প্রকল্পের টাকা আত্মসাত " এমন শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। প্রকৃতপক্ষে পুর্ব বিরোধের জের ধরে একাধিক মামলার বিচারাধীন আসামি ও পরাজিত ইউপি সদস্য শাহানুর মিয়ার ছেলে কবির মিয়া তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগ করেন উদ্দেশ্য প্রনোদিত। 

ইউপি সদস্য আবুল কালাম বলেন, নয়াবন্দ লিটনের বাড়ি হতে শ্রীপুর বাজার রাস্তায় ব্লক মেরামত বাবদ ২ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। যা আমি নিয়মানুযায়ী বাস্তবায়ন করেছি। তবে ৪ লক্ষ টাকা বরাদ্দের টয়লেট নির্মান কাজে আমি সম্পৃক্ত নই, এ কাজে ঠিকাদার নিয়োগ করে দেওয়া হয়েছে। এখানে আমাকে উদ্দেশ্য প্রনোদিত ভাবে জড়ানো হচ্ছে। 

সংরক্ষিত ইউপি সদস্যা মিনারা বেগম ও হাজেরা বেগম বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে একই ওয়ার্ডে আবুল কালাম ও শাহানুর মিয়া ইউপি সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে শাহানুর মিয়া পরাজিত হওয়ার পর থেকেই বিভিন্ন সময়ে মিথ্যে অভিযোগ করে সামাজিক ভাবে হেয় করার অপচেষ্টায় লিপ্ত থাকেন। 

এ ব্যাপারে শাহানুর মিয়ার ছেলে অভিযোগকারি কবির মিয়ার সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলে তার ব্যাবহত মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

 তবে সাংবাদিকদের প্রশ্নের কোন সঠিক উত্তর দিতে পারেন নি সংবাদ সম্মেলনে বক্তারা। এছাড়াও কাজের মেয়াদ কবে লাগাত ছিল সেটির কোন বক্তব্য দেওয়া হয়নি সংবাদ সম্মেলনে। সংবাদ সম্মেলন শেষে উপস্থিত সাংবাদিকদের মাঝে নগদ টাকা বিতরণ করেন ঐ ইউ/পি সদস্য।##

*

إرسال تعليق (0)
أحدث أقدم