জগন্নাথপুরে ২১ ফেব্রুয়ারী উপলক্ষে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন- সৈয়দ গুলাব আলী



রিপোর্টঃ শেখ সোনিয়া

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আষাঢ়কান্দি ইউনিয়নের নয়া বন্দর জাহির পুর গ্রামের বাসিন্দা  যুক্তরাজ্য প্রবাসী

ইষ্ট লন্ডন আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ গুলাব আলী, ১৯৫২ সালে ভাষা আন্দোলনে নিহত সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। এবং জগন্নাথপুর উপজেলার সর্বস্তরের জনসাধারণকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

তিনি বলেন একুশে ফেব্রুয়ারি বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ তথা সমস্ত বাংলা ভাষা ব্যবহারকারী জনগণের গৌরবোজ্জ্বল একটি দিন। এটি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবেও সুপরিচিত। বাঙালি জনগণের ভাষা আন্দোলনের মর্মন্তুদ ও গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়িত একটি দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে। ১৯৫২ সালের এই দিনে (৮ ফাল্গুন, ১৩৫৮, বৃহস্পতিবার) বাংলাকে পূর্ব পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর তৎকালীন পশ্চিম পাকিস্তানের মদদপুষ্ট 

পুলিশের গুলিবর্ষণে কয়েকজন তরুণ শহীদ হন। তাদের মধ্যে অন্যতম হলেন রফিক, জব্বার, শফিউল, সালাম, বরকত সহ অনেকেই। তাই এ দিনটি শহীদ দিবস হিসেবে চিহ্নিত হয়ে আছে। ২০১০ খ্রিষ্টাব্দে জাতিসংঘ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত মোতাবেক প্রতিবছর একুশে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়।

তিনি আরো বলেন ৫২'র ভাষা আন্দোলন পরবর্তী ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদ ও ২ লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত আমার স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর স্বাধীন বাংলার প্রথম পররাষ্ট্রমন্ত্রী প্রয়াত জাতীয় নেতা মরহুম আলহাজ্ব আব্দুস সামাদ আজাদের সুযোগ্য পুত্র, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সম্মানিত সদস্য আজিজুস সামাদ আজাদের পতাকাতলে সমবেত হতে পেরে নিজেকে  ধন্য মনে করছি।

*

إرسال تعليق (0)
أحدث أقدم