জগন্নাথপুর প্রতিনিধি ::
সুনামগঞ্জের জগন্নাথপুরের সাংবাদিক মাসুদ আহমদ তালুকদার (৩০) হত্যার হুমকি দিয়েছে আনছার আলী আনাছ নামের এক মানব পাচারকারী।
এ ঘটনায় তিনি গতকাল মঙ্গলবার জগন্নাথপুর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
তিনি জগন্নাথপুর রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক ও সাপ্তাহিক জগন্নাথপুরের আলো পত্রিকার স্টাফ রিপোর্টার হিসাবে কর্মরত আছেন। মাসুদ আহমদ তালুকদার বলেন
স্হানীয় মোহাম্মদগঞ্জ বাজারে ডাঃ রুবেল মিয়ার ফার্মেসীর সামনে আমাকে হত্যার হুমকি দেয় সেই দালাল আনছার। এসময় আমাকে গালাগালি করে প্রাণনাশের হুমকি দেয় আনছার।
অভিযোগে জানাজায়. কলকলিয়া ইউনিয়নের জগদীশপুর গ্রামের নোয়াপাড়ার মৃত্যু মনাফ উল্লাহ উরফে মনা উল্লাহ ছেলে মানব পাচারকারী আনছার আলী আনাছ এখজন মানব দালাল সে ইতিপূর্বে বহু লোকের টাকা পয়সা আত্মসাৎ করেছে। সে মানুষকে বিদেশ পাঠানোর নাম করে টাকা পয়সা হাতিয়ে নিয়েছে তার বিরুদ্ধে একাধিক মামলা মোকদ্দমা রয়েছে, সে এলাকয় একজন মানব পাচারকারী হিসাবে পরিচিত রয়েছে।
সাংবাদিককে হত্যার হুমকি দেওয়ার ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন জগন্নাথপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি আমিনুর রহমান জিলু ও সাধারণ সম্পাদক আলী হোসেন খান বলেন দ্রুত হুমকিদাতাদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।
জগন্নাথপুর থানার (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, এ ঘটনায় সাংবাদিক মাসুদ আহমদ তালুকদার নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। অভিযোগটি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।