জগন্নাথপুরে ইউপি চেয়ারম্যান সিরাজুল হক সাময়িক বরখাস্ত

 


জগন্নাথপুর প্রতিনিধি:

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক-কে  সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে।

জানা যায়, চেয়ারম্যান সিরাজুল হকের বিরুদ্ধে দায়িত্বপালনে চরম গাফিলতি, সরকারি অনুমতি ছাড়া ৩১ আগষ্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাজ্য গমন সহ অনিয়মের অভিযোগে গত ১৭ জানুয়ারি  স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইপ-১ অধিশাখার সিনিয়র সহকারী  সচিব মোঃ আবু জাফর রিপন  সাক্ষরিত পত্রে ইউপি চেয়ারম্যানকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়। স্থানীয় তদন্তে তার উপর আনিত সকল অভিযোগ প্রমাণিত হওয়ায়, তার দ্বারা ইউনিয়ন পরিষদে ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে সমীচীন নয় বলে সরকার মনে করে।



তবে পাটলী ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান (সাময়িক বরখাস্তকৃত) সিরাজুল হক  জানান, এ ধরণের কোনো পত্র তিনি এখনো পাননি।

জগন্নাথপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  মেহেদী হাসান বলেন, পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হকের বরখাস্তকৃত  পত্রটি এখনো পাইনি।

*

إرسال تعليق (0)
أحدث أقدم