জয়পুরহাটের ক্ষেতলালে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত

 




রাশেদ ইসলাম, জয়পুরহাট প্রতিনিধি

  


জয়পুরহাটের ক্ষেতলালে মাদক, ট্রান্সফরমার চুরি, ছিনতাই, গরু চুরি, বাল্য বিবাহ, ইভটিজিং, সন্ত্রাস, জঙ্গিবাদ প্রতিরোধকল্পে  ক্ষেতলাল থানা পুলিশ এর আয়োজনে রবিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটায় উপজেলার পাঠানপাড়া বাজার এলাকায়  বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠিত সভায় ১নং ওয়াড মেম্বার জাকারিয়া হোসেন রুমি এর সঞ্চালনায় ও বড়তারা ইউনিয়ন পরিষদের  সাবেক চেয়ারম্যান আব্দুল বারিক মন্ডল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্ষেতলাল থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  ইয়ায়েদুল জাহেদী, পুলিশ পরিদর্শক (তদন্ত) ক্ষেতলাল থানা,  নূর আমিন,বিট ইনচার্জ বড়তারা ইউনিয়ন পরিষদ, ক্ষেতলাল থানা। এ ছাড়া উপস্থিত ছিলেন ২ নং ওয়াড মেম্বার ফারুক হোসেন, মোশাররফ হোসেন মেম্বার, বাজার কমিটির সভাপতি সাব্বির আহমেদ জাক্কু, সাধারণ সম্পাদক দুলাল মন্ডল।

অত্র বিট পুলিশিং মতবিনিময় সভায়  সংক্ষিপ্ত বক্তব্যে ক্ষেতলাল থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন,  পুলিশের সাথে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি করার উদ্দেশ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে এবং চুরি, ছিনতাই, গরু চুরি, মিটার চুরি, ট্রান্সফর্মার চুরি রোধেকল্পে  বিট পুলিশিং এর মাধ্যমে পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় সাধারণ মানুষের আইনি সমস্যার কথা শুনেন, এবং বিষয় গুলি নিয়ে কথা বলেন। ওসি আনোয়ার হোসেন আর বলেন পুলিশ জনগণের সেবক আমার থানায় কোন কাজের জন্য ঘুষ, দিনের পরে দিন মানুষকে সমস্যার সমাধান কল্পে হয়রানি করা, সহ কোন পুলিশ সদস্য অন্যায় ও অপরাধ মুলক কাজ করতে পারবেনা। আপনার নিজের বাড়ি মনে করে ও আমাকে আপনাদের ছেলে, ভাই মনে করে যে কোন সময় যে কোন কাজে আসবেন কোন তদবির ছাড়াই আপনাদের আইনি সেবা প্রদান করা হবে। 

এসময় উপজেলার সকল সাংবাদিক দের সঠিক তথ্য দিয়ে প্রশাসন কে সহায়তা করার জন্য অনুরোধ করেন। বিট পুলিশিং মতবিনিময় সভায় আব্দুল বারিক মন্ডল সমাপনি বক্তব্যর মধ্যে দিয়ে সভার ইতি টানেন, এ সময় আর উপস্থিত ছিলেন স্থানীয় নেতাকর্মী , বাজার কমিটিসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ও সাংবাদিকবৃন্দ।

*

إرسال تعليق (0)
أحدث أقدم