দেবিদ্বারের সাড়ে চার লক্ষ মানুষই আমার পরিবার-সাবেক এমপি রাজী মোহাম্মদ ফখরুল

 




নুরনবী মারফত, বিশেষ প্রতিনিধি:



নির্বাচনী পরবর্তী সময়ে কুমিল্লা ৪ দেবিদ্বারে নৌকায় ভোট দেওয়ার ফলে নৌকার আওয়ামীলীগ নেতাকর্মীদের উপর হামলা,বাড়িঘরে হামলা এবং  সহিংসতায়  ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের বাড়ি বাড়ি যাচ্ছেন খোঁজখবর নিচ্ছেন সাবেক সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল এবং জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সহ কুমিল্লা উত্তরজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ এর সাধারণ সম্পাদক লিটন সরকার।

সাবেক সংসদ সদস্য আরো জানালেন যে রাজনীতির মধ্যে জয় পরাজয় থাকতে পারে কিন্তু আমি এই সহিংসতায় তীব্র নিন্দা জানাই। আমি বিগত দিনে দেবিদ্বারের মাটিতে জনগণের পাশে ছিলাম আছি ভবিষ্যতেও থাকবো। আমি সেই দিন স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারব, যেদিন আমার জনগণের কষ্টগুলো আমি মুছে দিতে পারবো। 

রাজী মোহাম্মদ ফখরুল হলেন বাংলাদেশের একজন রাজনীতিবিদ ও ২৫২ নং (কুমিল্লা-৪) আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য।[১] তিনি ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে “সংসদ সদস্য” নির্বাচিত হন।[২] পরবর্তীতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে বিজয়ী হয়ে পুনরায় “সংসদ সদস্য” হিসেবে নির্বাচিত হন।

*

إرسال تعليق (0)
أحدث أقدم