জগন্নাথপুরে- শান্তিগঞ্জে ৪র্থ বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন-এম এ মান্নান

 


রিপোর্টঃ আমিনুর রহমান জিলু


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ জগন্নাথপুর-শান্তিগঞ্জ আসনের নির্বাচন সম্পন্ন হয়েছে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব এম এ মান্নান বিশাল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন। এর আগে তিনি বিগত সংসদ নির্বাচনেও টানা ৩ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এনিয়ে মোট চার বার তিনি সংসদ সদস্য নির্বাচিত হলেন। গতকাল ৭ জানুয়ারী অনুষ্টিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আলহাজ্ব এম এ মান্নান নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ১৪৫ টি কেন্দ্রের বেসরকারী ফলাফল অনু্যায়ী ১,২৬৯৯৫ এক লক্ষ ছাব্বিশ হাজার নয়শত পচানব্বই ভোট। অন্যদিকে তৃনমূল বিএনপি মনোনীতপ্রার্থী শাহীনূর পাশা চৌধূরী সোনালী আশ প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ভোট। দু‍‍` উপজেলায় মোট ভোটারের সংখ্যা ৩ লাখ ৪৪ হাজার ৬৫৩ জন। মোট ভোট গ্রহনের হার ৩২.৩৬ শতাংশ। নির্বাচনে তৃণমূল বিএনপি, জাতীয় পার্টি ও বাংলাদেশ জাতীয় পার্টির প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এদিকে জাল ভোটের অভিযোগ এনে দুপুর ২ টার দিকে কাঠাল প্রতীকের প্রার্থী তালুকদার মকবুল হোসেন নির্বাচন বর্জন করেন। সহকারী রিটার্নিং অফিসার ও জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা  আল বশিরুল ইসলাম বলেন, নির্বাচন অবাধ সুষ্ট ও শান্তিপূর্ণ  হয়েছে। আমাদের কাছে  কোন প্রার্থী অনিয়মের অভিযোগ করেননি।

*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন