সৈয়দ তালহা আলমের আগামীতে সুনামগঞ্জ ৩ আসনে সংসদ নির্বাচন করার ইচ্ছা প্রকাশ

 


রিপোর্টঃ মাসুদ আহমেদ তালুকদারঃ

জগন্নাথপুর উপজেলার জনতার চেয়ারম্যান খ্যাত তালহা আলম জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মুফতি ওয়াককাস অংশের সুনামগঞ্জ জেলার সহ-সভাপতি এবং জগন্নাথপুর উপজেলার ২ বারের চেয়ারম্যান পদে মূল প্রতিদ্বন্দ্বী।  

বর্তমান বিএনপি নেতৃত্বধীন যুগপৎ আন্দোলনে তিনি ১২ দলীয় জুটের হয়ে জগন্নাথপুর শান্তিগঞ্জে আন্দোলন সংঘটন এবং কাজ করে যাচ্ছেন।  বিগত দিনে তাকে ঢাকায়ও ১২ দলীয় জুটের আন্দোলন কর্মসূচিতে দেখা যায়।  


জগন্নাথপুর উপজেলায় ২০২৪ সালের জাতীয় নির্বাচনে প্রায় প্রকাশিত ৩০ শতাংশ ভোট কার্যকর দেখানো হয় যা দেশের মূল সংখ্যা থেকে ১০ শতাংশ কম।  যুগান্তরের রিপোর্ট অনুযায়ী তালহা আলমের পার্শ্ববর্তী আওয়ামী লীগ অধ্যুষিত শ্রীরামসিতে ওই এলাকার নির্বাচিত চেয়ারম্যান আকুতি মিনতি করেও ভোটার উপস্থতি করতে পারেননি।  তালহা আলম স্বতন্ত্রভাবে জনপ্রিয় এবং বিগত নভেম্বর ২০২২ সালের প্রশ্নবিদ্দ নির্বাচনে মাত্র প্রায় ২০০০ ভোটে নৌকার প্রার্থীর কাছে পরাজিত হন।  


আজকে বাংলা টাইম এন্ড টিউন চ্যানেলে তালহা আলমের সাক্ষাৎকারে জানা যায় যে বিএনপি নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনে তার দল এবং জোট সক্রিয়ভাবে আন্দোলন করে যাচ্ছে এবং যদি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয় তিনি তার দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মুফতি ওয়াক্কাস অংশ থেকে মনোনয়ন চাইবেন।  তিনি আশা করেন অতীতে এই দল বিএনপি সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচন করেছিল। তিনি আশা করেন যেমন ২০০১, ২০০৮ এবং ২০১৮ সালে বিএনপি তার দলকে মূল্যায়ন করেছিল, আগামীতেও যদি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ আসে এবং বিএনপি অংশগ্রহণ করে, বিএনপি তার দলকে অতীতের ন্যায় মূল্যায়ন করবে।  


সৈয়দ তালহা আলম জমিয়তকে সুসংঘটিত করতে প্রতীজ্ঞাবদ্দ এবং দলীয় সাংঘঠনিক ভিত্তি আরো মজবুত করতে তৃণমূল পর্যায়ে কাজ করে যাচ্ছেন।  সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের শক্ত উপস্থিতি রয়েছে।  এছাড়াও তালহা আলমের নিজস্ব একটি বিশাল কর্মী বাহিনী এবং সমর্থক রয়েছে।  


উল্লেখ্য যে, বিগত করোনা মহামারী এবং ২০২২ সালের প্রলয়ংকারী বন্যায় তালহা আলম তার নির্বাচনী এলাকায় কোটি টাকারও বেশী অনুদান দেন।

*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন