রিপোর্টঃ আমিনুর রহমান জিলু
সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসির আয়োজনে নির্মাণ শ্রমিকদের নিয়ে কাছের মানুষ নির্মাণ বন্ধু মিলনমেলার আয়োজন করা হয়েছে।
আজ সোমবার (২০ নভেম্বর) সন্ধ্যায় জগন্নাথপুর উপজেলার মজিদপুরস্থ সায়েক কমিউনিটি সেন্টারে উপজেলার শতাধিক নির্মাণ শ্রমিকদের নিয়ে এ মেলার আয়োজন করা হয়।
জগন্নাথপুর বাজারের স্বনামধন্য ব্যবসায়ী ও প্রিমিয়ার সিমেন্ট জগন্নাথপুর উপজেলা শাখার ডিলার মেসার্স ফাতিমা এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী খাঁজা মোঃ শাকিল আহমেদ এর সভাপতিত্বে ও প্রিমিয়ার সিমেন্ট সুনামগঞ্জ জেলা এরিয়া ম্যানেজার খায়রুজ্জামান সিদ্দিকীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রিমিয়ার সিমেন্ট সিলেট অঞ্চলের জোনাল ম্যানেজার মাসুদ মিয়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রিমিয়ার সিমেন্ট সুনামগঞ্জ জেলা ডিস্ট্রিবিউটর মোহাজ্জিল হোসেন চৌধুরী এবং টেকনিক্যাল সাপোর্ট প্রকৌশলী মোঃ ইয়াছিন আরাফাত সহ আরো অনেকে
বক্তারা বলেন গুনগত মানের দিক দিয়ে প্রিমিয়াম সিমেন্ট এখন দেশে শীর্ষ অবস্থানে আছে।
বছরে ৯ থেকে ১২ লক্ষ ব্যাগ প্রিমিয়ার সিমেন্ট পার্শ্ববর্তী দেশ ভারতে রপ্তানি হয়। প্রিমিয়ার সিমেন্ট উৎপন্ন হয় ডেনমার্কের সর্বাধুনিক প্রযুক্তিতে এবং হাতের স্পর্শ ছাড়া সম্পূর্ণ সুপার প্রযুক্তির মাধ্যমে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সমাজসেবক হারুন মিয়া, ময়মন খান, যুক্তরাজ্য প্রবাসী হাজী ছমির আলী,
প্রিমিয়ার সিমেন্ট জগন্নাথপুর-ছাতক- দোয়ারাবাজার শাখার এক্সিকিউটিভ আশরাফুল ইমাম রানা, ব্যবসায়ী শাকিব আহমেদ সহ আরো অনেকে।
এসময় কাছের মানুষ নির্মাণ বন্ধু মিলনমেলায় শতাধিক নির্মাণ শ্রমিক অংশ নিয়ে প্রিমিয়ার সিমেন্টের গুণগত মান নিয়ে ব্যাপক প্রশংসা করেন।
পরে প্রিমিয়ার সিমেন্ট নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়ায় নির্মাণ শ্রমিকদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানে আগত অতিথি বৃন্দ।