অচিরেই রাধারমন কমপ্লেক্স নির্মাণ হবে- জগন্নাথপুরে পরিকল্পনামন্ত্রী





Publishing Date: 11-Nov-2023

স্টাফ রিপোর্টার::

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, রাধারমণ দত্ত বাংলার লোক সংস্কৃতি কে সমৃদ্ধ করেছেন। বর্তমান সরকার রাধারমন দত্তের মতো গুনীদের  মর্যাদা নতুন প্রজন্মের মধ্যে তুলে ধরতে কাজ করছে। তিনি বলেন, আমরা রাধারমণ দত্তের স্মৃতি কে অমলিন করে রাখতে জগন্নাথপুরে অচিরেই  রাধারমণ দত্ত কমপ্লেক্স স্হাপন করব। আওয়ামীলীগ আবারও ক্ষমতায় এলে রাধারমণ দত্ত কমপ্লেক্স নির্মাণ করা হবে।  তিনি বলেন আওয়ামী লীগ সরকার দেশের শিল্প সংস্কৃতিকে বিকশিত করতে কাজ করে যাচ্ছে ।অপরদিকে বিএনপি জামায়ত জোট এদেশের শিল্প সংস্কৃতি কে ধ্বংস করেছিল। তাই এদেশের কৃষ্টি সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের চেতনা কে ধরে রাখতে হলে আওয়ামী লীগের প্রতি আস্হা রাখতে তিনি জনগণের  প্রতি আহ্বান জানান। মন্ত্রী আরও বলেন, বিএনপি জামায়ত হরতাল অবরোধ ডেকে দেশের উন্নয়ন কে থামাতে চায়। তিনি দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ কে আবারও ভোট দেয়ার আহ্বান জানান।

তিনি গতকাল শুক্রবার রাত সাতটায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কেশবপুর গ্রামের মাঠে উপজেলা প্রশাসন ও রাধারমন দত্ত সমাজ কল্যান পরিষদের আয়োজনে  মরমি কবি রাধারমণ দত্তের ১০৮ তম প্রয়াণ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম এর সভাপতিত্বে এতে  বক্তব্য দেন সহকারী পুলিশ সুপার শুভাশীষ ধর, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সিদ্দিক আহমেদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাহাদাত মান্নান অভি, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, রাধারমণ দত্তের উত্তরসূরি নিশীথ রঞ্জন দত্ত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, প্যানেল মেয়র সাফরোজ ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী, আওয়ামীলীগ নেতা আকমল খান, উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল মুকিত সহ আরো অনেকে। স্বাগত বক্তব্য রাখেন কাউন্সিলর সফিকুল হক শফিক। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের গুনী শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

এর আগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এলজিইডির লেবার কন্ট্রাকটিং সোসাইটির (এলসিএস) ৩০ জন নারী কর্মীদের মধ্যে সঞ্চয়ের ৫১ হাজার ২০২ টাকা করে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন  পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম, স্হানীয় সরকার উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন, অফিস সহকারী ধীরেন্দ্র সুত্রধর সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

*

إرسال تعليق (0)
أحدث أقدم