সিলেট বিভাগের শ্রেষ্ঠ
এসআই নির্বাচিত হলেন সুনামগঞ্জের মধ্যনগর থানার এসআই মো. শামীম আল মামুন। মামলার
তথ্য উদ্ঘাটনে অনবদ্য অবদান রাখায় তাকে এই সম্মাননা স্মারক প্রদান করা হয়।
গত ১৯শে অক্টোবর বৃহস্পতিবার সিলেট রেঞ্জের ডিআইজির সম্মেলন কক্ষে মাসিক কল্যাণ ও অপরাধ
সভায় আনুষ্ঠানিকভাবে শ্রেষ্ঠ এসআই হিসেবে ঘোষণা দিয়ে তাকে এই সম্মাননা স্মারক এবং
নগদ অর্থ প্রদান করেন সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শফিউর রহমান বিপিএম বার
পিপিএম।
এস আই শামীম আল মামুন ঢাকা জেলার ধামরাই থানার যাদবপুর গ্রামের মোঃ খোরশেদ আলমরের এক মাত্র ছেলে । তিনি ২০০২ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। পরে ২০১০ সালে বিভাগীয় পরীক্ষায় মেধাক্রমে এ এস আই পদে পদোন্নতি লাভ করেন। এবং ২০১৫ সালে উপ-পরিদর্শক (এসআই) হিসেবে পদোন্নতি লাভ করেন।এরপর তিনি দীর্ঘদিন নারায়ণগঞ্জ সদর মডেল থানা, সিংগাইর থানা, মানিকগঞ্জ ডিবি কার্যালয়, শিবালয় থানা, এবং জগন্নাথপুর থানায় সততা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেন।
২০২২ সালের ৮ আগস্টে সুনামগঞ্জ
জেলার মধ্যনগর থানায় যোগদান করেন। বর্তমানে তিনি সেখানেই কর্মরত আছেন।এখানেও তিনি
নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে বেশ সুনাম কুড়িয়েছেন। তারই ফলশ্রুতিতে এবার ঢাকা জেলার
শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন।
জানা যায়, সামগ্রিক
কর্ম তৎপরতা ও আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে সম্মাননা
স্মারক প্রদান করে শ্রেষ্ঠ এসআই হিসেবে নির্বাচিত করে বিভাগীয় পুলিশ।
এ ব্যাপারে এস আই মো.
শামীম আল মামুন বলেন, এ গৌরব ও অর্জন শুধু তার একার নয়, এটি থানার প্রত্যেক পুলিশ
সদস্যদের। তাদের অক্লান্ত পরিশ্রমের কারণে এই গৌরব অর্জন সম্ভব হয়েছে। এ পুরষ্কার
আমি থানার প্রত্যেক সদস্যদের জন্য উৎসর্গ করলাম।
এদিকে তার এই
অভূতপূর্ব সাফল্যে নারায়ণগঞ্জ সদর মডেল থানা, সিংগাইর থানা, মানিকগঞ্জ ডিবি
কার্যালয়, শিবালয় থানা, জগন্নাথপুর ও মধ্যনগর এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সামাজিক
যোগাযোগ মাধ্যম ফেসবুক, হোয়াটসাপ, ও মেসেঞ্জারে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা
জানিয়েছেন।