জগন্নাথপুর প্রতিপক্ষের উপর সন্ত্রাসী হামলা: থানায় অভিযোগ



স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জের জগন্নাথপুরে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে। আজ ২১ সে সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে জগন্নাথপুর উপজেলা পরিষদের মৎস্য অফিসের সামনে কয়েকজন সন্ত্রাসী উপজেলার কলকলিয়া ইউনিয়নের তেলিকোণা গ্রামের আব্দুর রশিদের ছেলে মোঃ হবিবুর রহমানের উপর উপুর্যুপরি সন্ত্রাসী হামলা চালায় ।  


আহত হবিবুর


এতে তিনি আহত হন। আহতা অবস্থায় তাকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। 

পরে ঐদিন সন্ধ্যায় তিনি নিজে বাদী হয়ে একই এলাকার মৃত শওকত উল্লার ছেলে জমির হোসেন,  তার ভাই আমির হোসেন, মৃত আব্দুল হেকিমের ছেলে আলম মিয়া, আছদ্দর আলীর ছেলে সাজিদ মিয়ার উপর সন্ত্রাসী হামলার অভিযোগ এনে জগন্নাথপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। 

ঘটনায় আহত মোঃ হবিবুর রহমান বলেন- আজ মৎস্য অফিসারের ডাকে মৎস্য কার্ড নিয়া আমি মৎস্য অফিসে আসি। মৎস্য অফিসের কাজ শেষে মৎস্য অফিস হইতে নিজ বাড়ীর উদ্দেশ্যে রওয়ানা করিয়া দুপুর অনুমান ০২.০০ ঘটিকার সময় মৎস্য অফিসের সামনে রাস্তায় পৌছামাত্র পূর্ব হইতে ওৎপেতে কয়েকজন সন্ত্রাসী আমার উপর পরিকল্পিতভাবে বে-আইনীভাবে হামলা চালিয়ে আমাকে এলোপাতাড়ী কিল, ঘুষি, লাথি 

মারধর করিয়া আমার শরীরের বিভিন্ন স্থানে নীলা-ফুলা জখম করে। এবং আমার কাছে থাকা নগদ ৫০,০০০ টাকা ও আমার রেডমি মোবাইল ফোনটি তারা নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান সন্ত্রাসীরা হবিব মিয়ার উপর সম্পূর্ণ অন্যায়ভাবে ন্যাক্কারজনক হামলা চালিয়ে তাকে আহত করে, এসময় তার গায়ে থাকা শার্ট তারা ছিড়ে ফেলে।

জগন্নাথপুর থানা অফিসার ইনচার্জ ওসি মিজানুর রহমান বলেন অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

*

إرسال تعليق (0)
أحدث أقدم