সুয়েব আহমেদ তালুকদার, যুক্তরাজ্য
মানবিক মর্যাদা ইসলামী দর্শনের একটি গুরুত্বপূর্ণ উপাদান। মানবিক মর্যাদা ছাড়া একটি সমাজ হয়ে উঠবে বেপরোয়া, অনিরাপদ ও অনৈতিক। আমাদের নৈতিক ও ধর্মীয় কর্তব্য হল অন্যান্য মানুষকে সম্মান করা এবং তাদের আমাদের বাড়িতে, কর্মস্থলে, অফিসে এবং সমগ্র সম্প্রদায়ে নিরাপদ রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করা। আল্লাহ প্রত্যেক মানুষকে অন্তর্নিহিত গুণাবলী দিয়ে সৃষ্টি করেছেন এবং তিনি সমগ্র মানবজাতিকে সীমাহীনভাবে ভালোবাসেন। ড্রাইভিং, শিক্ষকতা, মাছ ধরা বা অন্য যেকোন কিছুর মতো আমরা যে কাজই করি না কেন আমাদের অবশ্যই মানুষের নিরাপত্তার বিষয়ে খুব সতর্ক থাকতে হবে। মানুষের নিরাপত্তা শিক্ষার একটি অংশ। মানব মর্যাদার নীতিগুলি শেখা এবং মেনে চলা আমাদের সকলের জন্য অপরিহার্য। যখন আমরা এই নীতিগুলি বুঝতে পারি তখন আমরা প্রশস্ত হৃদয়ের ব্যক্তি হয়ে উঠব এবং তাই আমরা অন্যদের যথাযথ সম্মান দেব। আমাদের ভুলে যাওয়া উচিত নয় যে আমাদের বেপরোয়া কাজ বা আচরণ একজন ব্যক্তির পাশাপাশি পুরো পরিবারের জীবনকে ধ্বংস করতে পারে! স্কুল, কলেজ ও মাদ্রাসার সকল ছাত্র-ছাত্রীদের মানবিক মর্যাদা সম্পর্কে নিয়মিত প্রশিক্ষণ দেওয়া অপরিহার্য। যে সমাজে মানুষের মর্যাদা দুর্বল সেখানে অহংকারের সংস্কৃতি খুব বেশি। দৃঢ় নৈতিক ও ধর্মীয় প্রশিক্ষণ ছাড়া সমাজে মানবিক মর্যাদার উন্নতি সম্ভব নয়।
লেখক: সুয়েব আহমেদ তালুকদার
সাবেক ম্যাজিস্ট্রেট, কলেজ গভর্ণর ও লেকচারার, যুক্তরাজ্য।