ডেস্ক রিপোর্ট:
সাংবাদিকদের বেতন-ভাতার বিষয়ে ঠকানো উচিত নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম।
গতকাল ২২ জুন বৃহস্পতিবার বিকেলে গাজীপুর সার্কিট হাউস মিলনায়তনে এক সেমিনারে এ কথা বলেন তিনি। ‘প্রেস কাউন্সিল অ্যাক্ট ১৯৭৪ ও প্রেস কাউন্সিল প্রণীত সাংবাদিকদের জন্য আচরণবিধি প্রতিপালন’ শীর্ষক সেমিনার ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিচারপতি মো. নিজামুল হক নাসিম। তিনি এ সময় সাংবাদিক নিয়োগ ও বেতন কাঠামো প্রসঙ্গে বলেন, ‘ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া তাদের ইচ্ছেমতো লোক নেবে। তবে আমাদের একটা কথা আছে, নবম ওয়েজবোর্ড অনুয়াযী সুযোগ দেওয়া উচিত। সকল মিডিয়ার এই ওয়েজবোর্ড মেনে নেওয়া উচিত।’ তিনি বলেন, নতুন সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস হতে হবে। সাংবাদিকদের অবশ্যই প্রেস কাউন্সিলের সনদ নিতে হবে জানিয়ে তিনি বলেন, সে আলোকেই প্রস্তাবিত আইনের খসড়া করা হয়েছে। সভাপতির বক্তব্যে বিচারপতি মো. নিজামুল হক নাসিম আরও বলেন, ‘সেদিন (সাংবাদিক নাদিম চলে গেল, বেশ কয়েক বছর আগে সাগর-রুনি চলে গেছে। সাগর-রুনির মামলা (যখন) চলে তখন আমি হাইকোর্টের জাস্টিস। এ কেসের মতো কেস বাংলাদেশে দ্বিতীয়বার যেন না হয়। নাদিম হত্যায় জড়িতদের যেন আইনানুগ বিচার হয়– সে আহ্বানও জানান তিনি। সারা দেশে জেলা প্রশাসক ও তথ্য কর্মকর্তার মাধ্যমে সাংবাদিকদের তথ্য সংগ্রহ করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, এসব তথ্য প্রেস কাউন্সিলে ডাটাবেজের মাধ্যমে সংরক্ষিত থাকবে।বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেন, ‘আমি বলতে চাই যাহা দেখিবো তাহাই লিখিবো তাহা নয়। যাহা দেখিবো তাহার মধ্যে দেশের ক্ষতি নাই– তাহা লিখিব। ভালো কাজগুলো বেশি করে লিখবো।’ মুক্তিযুদ্ধের পক্ষে লিখতে হবে জানিয়ে তিনি বলেন, স্বাধীনতা সংগ্রামের বিরুদ্ধে লেখা যাবে না। সেমিনারে আরও বক্তব্য রাখেন গাজীপুর জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. কামরুজ্জামান,গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার ফাহিম আজাদ প্রমুখ।