গড়গড়ি এলাকার কৃতিসন্তান আব্দুস শহীদকে যুক্তরাজ্যে সংবর্ধনা



রিপোর্ট: আমিনুর রহমান জিলু

যুক্তরাজ্যে বসবাসরত সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের বৃহত্তর গড়গড়ি এলাকাবাসী ও মসজিদ কমিটির উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

গত ৬ জুন মঙ্গলবার সন্ধ্যায় যুক্তরাজ্যের শেফিল্ডের স্থানীয় নেইবার হুড সেন্টারে গড়গড়ি মসজিদ কমিটি ও বৃহত্তর গড়গড়ি এলাকাবাসীর উদ্যোগে গড়গড়ি এলাকার  কৃতিসন্তান বিশিষ্ট রাজনীতিবিদ মো: আব্দুস শহীদ শেফিল্ড বাংলাদেশী কমিউনিটির প্রথম কাউন্সিলর নির্বাচিত হওয়ায় এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

গড়গড়ি প্রবাসী সংঘের সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক, ইউকে মসজিদ কমিটির সভাপতি ও  আলহাজ্ব সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও গড়গড়ি প্রবাসী সংঘের সহ সভাপতিইউকে গড়গড়ি মসজিদ কমিটির সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব আছকির আলীর পরিচালনায়।সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন মোঃ আব্দুল জলিল। 

অনুষ্ঠানে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন গড়গড়ি প্রবাসী সংঘের উপদেষ্টা বিশিষ্ট মুরুব্বি আলহাজ্ব আব্দুর রহিম, গড়গড়ি প্রবাসী সংঘের সহ সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক আলহাজ্ব আছমত আলী, ইউকে মসজিদ কমিটির কোষাধ্যক্ষ গড়গড়ি প্রবাসী সংঘের সহ সম্পাদক হাজী রফিক আলী, গড়গড়ি প্রবাসী সংঘের ট্রেজারার ও শিক্ষানুরাগী আলহাজ্ব সিরাজুল ইসলাম, 

আরো বক্তব্য রাখেন হাজী ওয়াছিব আলী, হাজী আঙ্গুর আলী, হাজী নছিব উল্লা, শুক্কুর আলী, ফারুক মিয়া, দুদু মিয়া, লোকমান, দিলাল আহমেদ, আব্দুল মানিক, ও কাদির আলী,

এসময় উপস্থিত ছিলেন ফয়জুল ইসলাম, নুর ইসলাম, আব্দুল খালিক, আব্দুস সাত্তার, আল মামুন, ইকবাল মিয়া, সুন্দর আলী, নাজমুল, মখলিছ, মাসুক আলী সহ আরো অনেকে।

বক্তারা বলেন আমাদের গ্রামের কৃতিসন্তান নবীন রাজনীতিবিদ মো: আব্দুস শহীদ শেফিল্ড বাংলাদেশী কমিউনিটির প্রথম কাউন্সিলর নির্বাচিত হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আমরা দোয়া করি তিনি যেনো আরো এগিয়ে যান এবং আগামীতে যেনো মেয়র বা এমপি হতে পারেন। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। 

সংবর্ধিত অতিথির বক্তব্যে নির্বাচিত কাউন্সিলর আব্দুস শহীদ বলেন আমার বাবা ছিলেন ১৯৭৬ ইং সালে গড়গড়ি গ্রামের প্রথম মেম্বার। আমি যেনো আমার বাবার আদর্শ এবং উনার শেখানো পথে চলতে পারি। আপনাদের দোয়া ভালোবাসা সাহায্য ও সহযোগিতায় এগিয়ে যেতে পারি। দেশ বিদেশের সকলে আমার জন্য দোয়া করবেন, আমি যেনো আজীবন জনগণের খেদমত করতে পারি। পরে তাকে সংবর্ধনা দেয়ার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি।

*

إرسال تعليق (0)
أحدث أقدم