ছবি প্রতীকী: |
রিপোর্ট: আমিনুর রহমান জিলু
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সদরের প্রানকেন্দ্রে অবস্থিত মডেল মসজিদের সম্মুখে বাসস্ট্যান্ড স্থাপন না করতে ইউ এন ও বরাবর লিখিত আবেদন করেছেন এলাকাবাসী।
আজ ১৮ই মে বৃহস্পতিবার দুপুরে জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর কামাল হোসেন, ৪,৫, ৬ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর বাহারজান বিবি, ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর কৃষ্ণ চন্দ্র চন্দ, ১ নং ওয়ার্ডের কাউন্সিলর শাহীন আহমেদ, ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর ছমির উদ্দিন, ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর সোহেল আহমেদ, ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর শফিকুল হক শফিক সহ এলাকার বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ সাক্ষরিত একটি আবেদন পত্র ইউ এন ও বরাবর পেশ করা হয়।
আবেদন পত্রে তারা উল্লেখ করেন জগন্নাথপুর থেকে সিলেটগামী ও সিলেট থেকে জগন্নাথপুরে আগত বাস সমূহের জন্য ব্যবহৃত বর্তমান বাসস্ট্যন্ডটির স্থান পরিবর্তন করে মডেল মসজিদের সম্মুখে স্থানান্তর করার উদ্যোগ নিয়েছে একটি কুচক্রী মহল। আবেদন পত্রে তারা উল্লেখ করেন বাসস্ট্যান্ডটি স্থানান্তর হলে পৌর শহরের অভ্যন্তরে যানজট বৃদ্ধি সহ নানাবিধ সমস্যার সম্মুখীন হবেন পৌরবাসী সহ উপজেলাবাসীগণ। তাছাড়া মডেল মসজিদের মুসল্লি, পথচারী, নার্সারী স্কুল, জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হাইস্কুলের ছাত্র-ছাত্রীদের নির্বিঘ্নে যাতায়াতে প্রতিবন্ধকতা সৃষ্টি করার লক্ষ্যে,
যারা বাসস্ট্যন্ড স্থানান্তর কাজের উদ্যোগ নিয়েছেন সরেজমিনে তদন্ত করে উপযুক্ত ব্যাবস্থা গ্রহনের জন্য ইউএনওর প্রতি আহবান জানান তারা।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাজেদুল ইসলাম বলেন- আবেদনটি পেয়েছি, তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে।