বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশুদিবস উপলক্ষ্যে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের আনন্দ মিছিল ও পুষ্পাজ্ঞলী অর্পণ



সুনামগঞ্জ প্রতিনিধি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশুদিবস উপলক্ষ্যে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে একটি আনন্দ মিছিল ও জাতির পিতার সমাধিতে পুষ্পাঞ্জলী অর্পণ করেন নেতাকর্মীরা। 



শুক্রবার দুপুর ১২টায় জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক জুবের আহমদ অপুর নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা শহরের রমিজ বিপণীস্থ আওয়ামীলীগের কার্যালয়ের সামনে থেকে আনন্দ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ঐতিহ্যবাহি যাদুঘরের সামনে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। 


এ সময় উপস্থিত ছিলেন,আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক জামাল আহমেদ,সদর উপজেলা স্বেচ্ছাসেব্কলীগের আহবায়ক শিবলু আহমদ চৌধুরী,যুগ্ম আহবায়ক আতাউর রহমান তাপশ,রফিকুল ইসলাম,রুহেল,মো. নাজমুল হক,মানিক কাদরি,জাাহঙ্গীর আলম,শাহজাহান ফকির,জুয়েল আহমদ প্রমুখ। 

 

সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক জুবের আহমদ অপু বলেছেন আজকের ঐদিনে(১৭ই মার্চ) হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতার বঙ্গবন্ধুর জন্ম এই বাংলার মাটিতে হয়েছিল বলেই বাংলাদেশ স্বাধীন করা হয়েছিল। কাজেই দেশের বিরুদ্ধে বিএনপির নেতৃত্বে স্বাধীনতা বিরোধী জামায়াত শিবিররা দেশকে অস্থিতিশীর করতে ষড়যন্ত্র করছে তাই স্বেচ্ছাসেবকলীগের প্রতিটি নেতাকর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজপথের লড়াকু সৈনিক হিসেবে সর্তকতার সাথে রাজপথে থেকে অপতৎপরতা রোধে পদক্ষেপ নেওয়ার আহবান জানান। 


তিনি বলেন,জাতির পিতা শিশুদেরকে খুব ভালবাসতেন,তাই আজকের শিশুরা আগামীদিনের ভবিষ্যৎ,তাদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তোলা হচ্ছে প্রতিটি নাগরিকের দায়িত্ব ও কর্তব্য।  ##



কুলেন্দু শেখর দাস

সুনামগঞ্জ প্রতিনিধি

১৭.০৩.২০২৩

*

إرسال تعليق (0)
أحدث أقدم