মাইনুল হক সুনামগঞ্জ
সুনামগঞ্জ সদর উপজেলার ডলুরা এলাকায় ধোপাজান চলতি নদীতে অবৈধভাবে উত্তোলনকৃত ২টি স্পটে টাস্কফোর্সের জব্দ করা ১,৬৪,১৭৩(একলক্ষ চৌষট্টি হাজার এক শত তেহাত্তর) ঘনফুট পাথর প্রকাশ্যে নিলাম করা হয়েছে। সোমবার সকাল ১১ ঘটিকায় ধোপাজান চলতি নদীর পাড় ডলুরা এলাকা ও তালেবের অফিস এলাকার ২টি স্পটে টাস্কফোর্স অভিযানের জব্দ করা পাথরের স্তুপ প্রকাশ্যে নিলামের মাধ্যমে বিক্রয় করা হয়। এসময় মোঃ আফজাল হোসেন নিলামে অংশ গ্রহণ করে উক্ত নিলামের সর্বোচ্চ দরদাতা হিসেবে গন্য হয়। নিলামে ডলুরা নদীর পাড়ে ১৩৯৭৭৩(এক লক্ষ উনচল্লিশ হাজার সাতশত তেহাত্তর) ঘনফুট পাথর ১১৫(এক শত পনের) টাকা ও তালেবের অফিস ঘাটে ২৪৪০০(চব্বিশ হাজার চারশত) ঘনফুট পাথর ১৩৫(একশত পয়ত্রিশ) টাকা সাথে ১৫% ভ্যাট ও ১০% আয়কর হিসেবে নিলামের মাধ্যমে পাথর বিক্রয় করা হয়।
এসময় নিলাম কার্যক্রমে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার সালমা পারভীন, জাহাঙ্গীর নগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আঃ রশিদ, বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের চেয়ারম্যান নুরে আলম সিদ্দিকী তপন, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা, সুনামগঞ্জ সদর থানার সাব-ইন্সপেক্টর মোঃ শরীফুল ইসলাম শরীফ সহ পুলিশ ফোর্স, ডলুরা বিজিবি ক্যাম্পের প্রতিনিধি ও সৈনিক বৃন্দ, সদর উপজেলা আওয়ামী যুব লীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম উকিল, বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামীলীগ সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ তৈয়বুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আবুল মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী আবু সুফিয়ান,বিশিষ্ট ব্যবসায়ী কবির হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শামীম আহমেদ,বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জসিম উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রফিকুল হক, ব্যবসায়ী মোঃ শাহীনুর ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী রমজান আলী,মোঃ সোহেল মিয়া, মোঃ শুভাস উদ্দিন, মোঃ রাজিব মিয়া, মমিন মিয়া, মোঃ তারেক আহমদ,আলী নুর আহমেদ, আনোয়ার হোসেন আনু, মকবুল হোসেন, ওমর গনি, সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক খোঁজ খবর সম্পাদক মাইনুল হক খাঁন, সাংবাদিক নুর উদ্দিন সহ রাজনৈতিক ব্যক্তিবর্গ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, বিজিবি কর্মকর্তা সহ সর্বস্থরের মানুষ উপস্থিত ছিলেন।