কর কর্তনের বিধি বিধান প্রতিপালনের লক্ষ্যে সুনামগঞ্জে ওয়াকিং সেমিনার অনুষ্ঠিত



সুনামগঞ্জ প্রতিনিধি 

আয়কর অধ্যাদেশ ১০৮৪ এর উৎসবে কর কর্তনের বিধি বিধান প্রতিপালনের লক্ষ্যে সুনামগঞ্জে ওয়াকিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 


মঙ্গলবার সকাল ১১টায় সুনামগঞ্জ উপ-কর কমিশনারের কার্যালয়ের আয়োজনে শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সুনামগঞ্জের কর কর্তনকারী সরকারি,স্বায়ত্বশাসিত বেসরকারী প্রতিষ্ঠানের ৪০ জন দপ্তর প্রধান প্রতিনিধিসহ গণমাধ্যমকর্মীরা অংশগ্রহন করেন। 


সুনামগঞ্জের অতিরিক্ত কর কমিশানর দীপংঙ্কর চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের কর কমিশনার সৈয়দ জাকির হোসেন। 


সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,মিজ মোনালিসা শাহরীন সুস্মিতা প্রমুখ।


প্রধান অতিথির বক্তব্যে সিলেটের কম কমিশনার সৈয়দ জাকির হোসেন বলেছেন,উৎসে কর কর্তনের খাত সমূহ কর কর্তনের প্রযোজ্যহার,কর্তিত কর সরকারের কোষাগারে জমার সময়সীমা,উৎসে কর কর্তনের বিবরনী প্রেরন এ চালানের মাধ্যমে রাজস্ব জমাদানের বিষয় নিয়ে উপস্থিত ,স্বায়ত্বশাসিত বেসরকারী প্রতিষ্ঠানের ৪০ জন দপ্তর প্রধান প্রতিনিধিসহ সকলকে অবহিত করেন। ##



কুলেন্দু শেখর দাস

সুনামগঞ্জ প্রতিনিধি

২১.০৩.২০২৩

*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন