সুনামগঞ্জে তাহিরপুরে চোখের জলে শিক্ষককে বিদায়



নিজস্ব প্রতিবেদক উজ্জ্বল হাসান, তাহিরপুর  

তাহিরপুরে জনতা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক সাধন চন্দ্র সরকারে চাকরির অবসর জনিত বিদায় উপলক্ষে চোখের জলে বিদায় সংবর্ধা দেওয়া হয়েছে। একইদিনে বিদ্যালয়ের এবারের ১৪২জন এসএসসি পরীক্ষার্থীকে বিদায় উপলক্ষে দোয়া মাহফিল মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে অত্র বিদ্যালয়ের হল রুমে প্রাক্তন শিক্ষকার্থীদের উদ্যোগে চোখের জলে বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 


বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এম জিয়াউর রহমান,  সজল চন্দ্র তালুকদারের যৌথ সঞ্চালনায় বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি বদিউজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সংবর্ধনা অনুষ্ঠানে এসময় বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোদাচ্ছির আলম সুবল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আলী হায়দার, অত্র বিদ্যালয়ের প্রতিষ্টাতা সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাও হাবিবুর রহমান, বিদায় সহকারী শিক্ষক সাধন চন্দ্র সরকার, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সাংবাদিক এম.এ রাজ্জাক, সামসুল আলম আখঞ্জি টিটু, রাজু আহমদ রমজান, তেলিগাওঁ সরকার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিতাই চন্দ্র পাল, সাইফুর রহমান কলিন, এবারের এসএসসি পরীক্ষার্থী রাব্বি হাসান, ইমা আক্তার, দশম শ্রেনীর শিক্ষার্থী শিফা আক্তার লাবনী, ৬ষ্ট শ্রেনীর শিক্ষার্থী গৌরব পাল প্রমুখ। 


অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষক সহ বিদ্যালয়ের সকল শিক্ষকদের প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে সম্মাননা স্মারক দেয়া হয় এবং এবারের এসএসসি পরীক্ষার্থীদের উপহার ও মিষ্টিমুখ করানো হয়।

*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন