জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরের নলজুর নদীর ওপর রাজধানীর হাতিরঝিলের আদলে দৃষ্টিনন্দন আর্চ সেতু নির্মাণ কাজের ভিক্তি স্হাপন করলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। রোববার দুপুরে সেতুটির নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্হাপন করেন।
এসময় উপস্হিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সহসভাপতি সিদ্দিক আহমদ, এএসপি সার্কেল শুভাশিস ধর,
স্হানীয় সরকার প্রকৌশল অধিদফতর সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মাহবুব হোসেন, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকতা,মোঃ সাজেদুল ইসলাম, জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকতা ওসি মোঃ মিজানূর রহমান, উপজেলা প্রকৌশলী মোঃ সোহরাব হোসেন, উপজেলা চেয়ারম্যান ( ভারপ্রাপ্ত) আবুল হোসেন লালন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মিজানূর রশীদ, সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমুখ।
ইতিমধ্যে পুরাতন সেতু ভেঙে নতুন সেতু নির্মাণ কাজ শুরু হয়েছে।
স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ১৩ কোটি ৪৫ লাখঙ টাকা ব্যয়ে সেতুর নির্মাণ কাজ বাস্তবায়ন করবে ঠিকাদারি প্রতিষ্ঠান ভাটি বাংলা এন্টারপ্রাইজ কিশোরগঞ্জ।
স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্র জানায়,জগন্নাথপুর উপজেলা সদর ও পৌর শহরের প্রবেশমুখ নলজুর নদীর উপর গুদামের সামনের সড়কে ১৯৮৯ সালে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রনালয়ের মাধ্যমে একটি সেতু নির্মাণ করা হয়। সরু এ সেতু দিয়ে যান চলাচল করতে যানজটের সৃষ্টি হয়। উপজেলাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে স্হানীয় সংসদ সদস্য পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এর প্রচেষ্টায় স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি সেতু নির্মাণের উদ্যাগ নেয়। ৬০ মিটার দৈর্ঘ্য ও ১১.২৫ মিটার প্রস্ত সেতুতে দুই পাশে ফুটপাত ও লাইটিং থাকবে। রাজধানী হাতির ঝিলের আদলে দৃষ্টি নন্দন সেতুটি নির্মিত হবে।
জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন যুগান্তর কে বলেন, এক বছরের মধ্যে সেতুটির নির্মান কাজ সম্পন্ন হবে।
আশা করি আগামী জানুয়ারিতে যানবাহন চলাচলের জন্য সেতুটি খুলে দেওয়া হবে।
রাজধানীর হাতিরঝিলের আদলে দৃষ্টি নন্দন সেতুটি বাস্তবায়িত হলে পৌর শহরের সৌন্দর্য বাড়বে এবং শহরের যানজট নিরসন হবে বলে আশা করছি।
সূত্র: যুগান্তর