ভূমি ও গৃহ প্রদান বিষয়ে সাপাহারে প্রেস ব্রিফিং




মোসফিকা আক্তার, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

মুজিবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রীর গৃহদান ও উপহার হিসেবে ৪য় পর্যায়ে গৃহ ও জমি প্রদানের বিষয়ে সাপাহার উপজেলা প্রশাসন আয়োজনে প্রেস ব্রিফিং করা হয়েছে।



প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক আগামী ২২ মার্চ রোজ বুধবার আশ্রয়ন প্রকল্পের চতুর্থ পর্যায়ে মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের গৃহ প্রদান কার্যক্রম শুভ উদ্বোধন উপলক্ষ্যে সোমবার সকাল দশ টায় সাপাহার উপজেলা প্রশাসনের আয়োজনের উপজেলা হল রুমে স্থানীয় গণমাধ্যমকর্মীদের নিয়ে প্রেস ব্রিফিং আয়োজন করেন সাপাহার উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্ল্যাহ আল মামুন।



সাপাহার উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্ল্যাহ আল মামুন বলেন,মাননীয় প্রধানমন্ত্রী তার বিচক্ষণতায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য যখন থেকে প্রকল্প গ্রহণ করেন তখন থেকেই এ উপজেলার মানুষের মাঝে ভূমিহীন ও গৃহহীন হিসেবে ঘর পাওয়ার আকুলতা লক্ষ্য করা যায়। সাপাহার উপজেলায় ইতোমধ্যে ১ম পর্যায়ে ১২০, ২য় পর্যায়ে ৬০, ৩য় পর্যায়ে (১ম ধাপ) ৪৫ ও ৩য় পর্যায়ে (২য় ধাপ) ১০ মোট ২৩৫ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। এ পর্যায়ে অর্থাৎ ৪র্থ পর্যায়ে ৯৬ (হিয়ানব্বই) টি গৃহ নির্মাণ করা হয়েছে।



তিনি আরো বলেন, এ উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রীর এই মহতী উদ্যোগকে সফল করার ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়, বীর মুক্তিযোদ্ধা জনাব সাধন চন্দ্র মজুমদার (এম পি), স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচিত জনপ্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ এ কার্যক্রমের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সম্পৃক্ত সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।



১ম, ২য় ও ৩য় পর্যায়ের কার্যক্রমের ধারাবাহিকতায় ৪র্থ পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ৪৯,৪২৭ (ঊনপঞ্চাশ হাজার চারশত সাতাশ) টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও ঘর প্রদান করা হবে। সারাদেশের ন্যায় সাপাহার উপজেলায় আগামী ২২ মার্চ ২০২৩ তারিখ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ৯৬ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে গৃহ হস্তান্তর করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধনের পর স্থানীয়ভাবে সুফলভোগীদের হাতে কবুলিয়াত দলিল, নামজারি খতিয়ান, গৃহ প্রদানের সার্টিফিকেট ও ডিসিআর তুলে দেওয়া হবে ।

*

إرسال تعليق (0)
أحدث أقدم