রিপোর্টঃ আমিনুর রহমান জিলু
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার জগন্নাথপুর পৌরসভার ডাক বাংলো সেতু দীর্ঘ প্রতীক্ষার অবশেষে মেরামত হতে করা হয়েছে। জানা যায় গত ১৯ এপ্রিল মঙ্গলবার জগন্নাথপুর উপজেলা সদরের জগন্নাথপুর বাজারের পাশ দিয়ে বয়ে যাওয়া নলজুর নদীর ওপর নির্মিত জরার্জীণ ডাক বাংলো সেতুর মধ্যভাগের তিনটি পিলার হঠাৎ করে নিচের দিকে দেবে যায়। ফলে সেতুর অধিকাংশ স্থানে ফাটল সৃষ্টি হয়। সেতুর দুই পাশের বেশ কয়েকটি রেলিং ভেঙে যায়। যার ফলে যানচলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েন পৌরবাসী সহ উপজেলাবাসীগন। এতে জগন্নাথপুর পৌরসভায় (জগন্নাথপুর বাজার) প্রবেশের মূল সেতুতে প্রচন্ড যানজটের সৃষ্টি হয়।
এনিয়ে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় লেখা-লেখি, টিভি প্রতিবেদন প্রকাশিত হলেও টনক নড়েনি কোনো মহলের।
সেতুটি মেরামতের জন্য জগন্নাথপুর পৌরসভার মেয়র আক্তারুজ্জামান আক্তার- দফায় দফায় বিভিন্ন সরকারি মহলে যোগাযোগ অব্যাহত রেখেছেন। গত ২০ এপ্রিল ২০২২ ইং তারিখে তিনি সড়ক ও জনপথ বিভাগ সুনামগঞ্জ এবং ০৫ জুলাই ২০২২ ইং তারিখে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সুনামগঞ্জে পৃথক দুটি লিখিত আবেদন করেন। কিন্তু সাড়া মেলেনি কারো কাছ থেকে।
অবশেষে সুনামগঞ্জ- ৩ জগন্নাথপুর- শান্তিগঞ্জ আসনের সাংসদ পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নানের একান্ত প্রচেষ্টায় এবং নান্দনিক জগন্নাথপুর পৌরসভার স্বপ্নদ্রষ্টা মেয়র আক্তারুজ্জামান আক্তারের নেতৃত্বে- জগন্নাথপুর পৌরসভার অর্থায়নে এবং স্থানীয় সরকার প্রকৌশল (এলজিইডি'র) সহযোগিতায়- গত ১৯ মার্চ সেতুটি মেরামতের জন্য উদ্যোগী হন। সেতুর ভাঙ্গা অংশে বেইলী সেতুর পাঠাতন বসিয়ে যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
আজ ২২ মার্চ বুধবার বিকাল ৪ ঘটিকায় পৌর মেয়র আক্তারুজ্জামান আক্তার সেতুটি পরিদর্শন করেন। এবং নির্বিঘ্নে যান চলাচল ও সাধারণ মানুষ যাতায়াত দেখে খুব খুশী হন।
এসময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর পৌরসভার সচিব হেলাল আবেদীন, সহকারী প্রকৌশলী সতীশ গোস্বামী, ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর প্যানেল মেয়র সাফরোজ ইসলাম, ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর শফিকুল হক শফিক, ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর সোহেল আহমেদ,৪ নং ওয়ার্ডের জননন্দিত কাউন্সিলর মোঃ কামাল হোসেন, ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর আলাল হোসেন, ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর কৃষ্ণ চন্দ্র চন্দ, ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর ছমির উদ্দিন,
১ নং ওয়ার্ডের কাউন্সিলর শাহীন আহমেদ, ২ নং ওয়ার্ডের কাউন্সিলর জিতু মিয়া, কর নির্ধারক এলাইছ মিয়া, রশীদ মিয়া সহ আরো অনেকে।
দীর্ঘ প্রতীক্ষার পর সেতুটিতে বেইলী সেতু দিয়ে যাতায়াতের ব্যবস্থা করে দেয়ায় পোরবাসী ও উপজেলাবাসী পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান ও পৌর মেয়র আক্তারুজ্জামান আক্তারের ব্যাপক প্রশংসা করেছেন। হাতির ঝিলের আদলে জগন্নাথপুর পৌরসভার মূল সেতু নির্মাণ হওয়ার আগ পর্যন্ত বেইলী এই সেতু পৌরবাসীর জন্য অনন্য অবদান রাখবে এমনটাই প্রত্যাশা উপজেলাবাসীর।।
আমিনুর রহমান জিলু
জগন্নাথপুর, সুনামগঞ্জ।
মোবাইল: 01715-357609
তারিখ: ২২ মার্চ ২০২৩