রিপোর্টঃ আমিনুর রহমান জিলু
সুনামগঞ্জের জগন্নাথপুরে যুক্তরাজ্য প্রবাসী আমিনুল হক ওয়েছ ও তার ৬ বছর বয়সী শিশু কন্যা প্রিয়া দিলারার অর্থায়নে- বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল সোমবার দিনব্যাপী জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদীপুর ইউনিয়নের ভুরাখালী ও দাস নোয়াগাঁও সহ জগন্নাথপুর পৌর শহরে বন্যায় ক্ষতিগ্রস্ত ৯০ টি পরিবারকে নগদ ১৫০০ টাকা করে ও ৮০ টি পরিবারকে ১০০০ টাকা মূল্যের বিভিন্ন পন্যের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
আমিনুল হক ওয়েছ- জগন্নাথপুর উপজেলার ভুরাখালী গ্রামের যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল হক এর কনিষ্ঠ সন্তান। তিনি দেশে থাকাকালীন সময়ে দীর্ঘদিন জগন্নাথপুর উপজেলা আর্টস্কুলে অধ্যাপক হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি সপরিবারে যুক্তরাজ্যে বসবাস করছেন। সেখানে বেসরকারি টেলিভিশন সংস্থা এটিএন বাংলার ইউকে প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।
খোজ নিয়ে জানা যায় আমিনুল হক ওয়েছ এর ৬ বছর বয়সী শিশু কন্যা প্রিয়া দিলারা- বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের নিউজ ফিডে দেশে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুঃখ দুর্দশার চিত্র দেখে- টিশার্ট ডিজাইন করা তার নিজের সঞ্চিত ৫৫০ পাউন্ড অর্থ- এসকল মানুষের সাহায্য বিলিয়ে দেবার জন্য তার পিতাকে অনুরোধ করে। দেশের প্রতি তার মেয়ের এই মাতৃত্ববোধ দেখে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। মেয়ের পাশাপাশি তিনি নিজেও সিদ্ধান্ত নেন বন্যায় ক্ষতিগ্রস্ত এসকল মানুষের জন্য কিছু করবেন।
পরে মেয়ের সঞ্চিত ৫৫০ পাউন্ড সাথে নিজস্ব তহবিল থেকে আরো এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা যোগ করে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য দেশে পাঠিয়ে দেন।
প্রসঙ্গত: গত ১৬ জুন বৃহস্পতিবার বিকেল থেকে শুরু করে টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে ভেসে আসা পানিতে সিলেট বিভাগের বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটে। এতে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় জগন্নাথপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন সহ ভুরাখালী ও দাস নোয়াগাঁও এলাকার সাধারণ মানুষ। এসকল মানুষের সাহায্যার্থে সর্বদাই এগিয়ে আসেন একদল কোমল হৃদয়ের মানুষ।
যুক্তরাজ্য প্রবাসী আমিনুল হক ওয়েছ তাদের মধ্যে অন্যতম। জানা যায় এর আগেও তিনি বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে গরিব, অসহায় মানুষের জন্য কাজ করে আসছেন। ভবিষ্যতেও তাদের এই মহতি কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।
খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক আব্দুল হাই, বীর মুক্তিযোদ্ধা নির্মল দাস, আরো উপস্থিত ছিলেন মজনু মিয়া, সাবেক ইউপি সদস্য রনধীর, আমিনুল হক ওয়েছ এর শ্রদ্ধেয় ছোট চাচা- সামছুল হক, বড় ভাই মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক আবুল কয়েছ, চাচাতো ভাই- সমছু মিয়া, সেলিবুর রহমান, জহিরুল ইসলাম, রাজীব মিয়া, সইল মিয়া, মিজানুর রহমান, জাহাঙ্গীর মিয়া, আমির আলী সহ আরো অনেকে।