জগন্নাথপুরে মুক্তিযোদ্ধা সংসদ কর্তৃক জাতীয় শোক দিবস পালন



স্টাফ রিপোর্টার

১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জগন্নাথপুর উপজেলা শাখার উদ্যোগে- র‍্যালী, পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে 


র‍্যালিটি জগন্নাথপুর পৌর শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে


পরে আবার বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জগন্নাথপুর উপজেলা শাখার কার্যালয়ে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন তারা।


প্রসঙ্গতঃ ১৯৭৫ সালের আজকের এই দিনে স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান- ধানমণ্ডির ৩২ নম্বরের নিজ বাসায় সেনাবাহিনীর কতিপয় বিপথগামী সেনাসদস্যের হাতে সপরিবারে নিহত হন। সেদিন তিনি ছাড়াও নিহত হন তার স্ত্রী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব। এছাড়াও তাদের পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনসহ আরো ১৬ জন নিহত হন।


এসময় উপস্থিত ছিলেন- জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার ভুমি অনুপম দাস অনুপ, জগন্নাথপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, সার্কেল অফিসার শুভাশিস ধর, সাবেক মুক্তিযোদ্ধা কমাণ্ডার আব্দুল কাইয়ুম, ডেপুটি সাবেক কমান্ডার আব্দুল হক, জয়নাল মিয়া, মুক্তিযোদ্ধা সন্তান রিপন, মুক্তিযোদ্ধা সন্তান ফকির আজিজ, অরুপ, হাবিব, প্রদীপ সহ আরো অনেকে। 


অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়। 

*

إرسال تعليق (0)
أحدث أقدم