সিলেট জেলা সমিতি অব কুইব্যাক মন্ট্রিয়ল কানাডা এর অর্থায়নে নগদ অর্থ বিতরণ



রিপোর্টঃ মাসুদ আহমেদ তালুকদার


সাম্প্রতিক স্মরণকালের ভয়াবহ বন্যায় চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়ে সিলেট বিভাগের কয়েকটি জেলা ও শান্তিগঞ্জ উপজেলার সবকটি ইউনিয়ন। এতে পানি বন্ধি হয়ে খাদ্য ও বিশুদ্ধ পানি সংকটে পড়ে লাখ লাখ মানুষ। অন্যদিকে বন্যা পরবর্তী সময়ে পানি নেমে যাওয়ার পর বাশ পালা দিয়ে তৈরি বাড়ী ঘর ভেঙ্গে যাচ্ছে বেশীরভাগ পরিবারের। এতে চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন শান্তিগঞ্জ উপজেলার দরগাহপাশা ইউনিয়নের হাজার হাজার মানুষ। এসকল মানুষের সাহায্যে সর্বদাই এগিয়ে আসেন একদল মানুষ। সিলেট জেলা সমিতি অব কুইব্যাক মন্ট্রিয়ল কানাডা সংগঠন তাদের মধ্যে অন্যতম। 


এ উপলক্ষে "জয় হোক মানবতার, হেফাজতে থাকুক আপনজন" শ্লোগানকে সামনে রেখে

সিলেট জেলা সমিতি অব কুইব্যাক মন্ট্রিয়ল কানাডা এর অর্থায়নে- গতকাল শুক্রবার দুপুরে

দরগাহপাশা ইউনিয়নের দরগাপাশা গ্রামের মরহুম মনোয়ার চৌধুরীর বাড়িতে- জগদীশপুর সফাতউল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাব্বির আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ও দরগাপাশা গ্রামের কাতার প্রবাসী মোহাম্মদ আলী চৌধুরীর পরিচালনায় এক নগদ অর্থ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে সংগঠনের পক্ষে সমন্ময়ক হিসেবে উপস্থিত ছিলেন- দক্ষিণ সুরমা সিলেট এর সহকারী সমাজ সেবা অফিসার মোঃ শাহীনুজ্জামান চৌধুরী। 

এসময় উপস্থিত ছিলেন- দরগাপাশার বিশিষ্ট মুরব্বি মোঃ হুছবান আহমেদ চৌধুরী, সেলাল আহমেদ, বাতিঘর সামাজ কল্যান সংস্থা দরগাপাশার সভাপতি জনাব মুরাদ আহমেদ চৌধুরী, দরগাপাশা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মেম্বার মাসুক আলী, সেচ্ছাসেবক তানভির আহমেদ চৌধুরী ইমন, সুমন আহমেদ চৌধুরী, ইশতিয়াক চৌধুরী সহ আরো অনেকে।


পরে বন্যায় ক্ষতিগ্রস্ত দরগাপাশা ইউনিয়নের ৪০ টি পরিবারকে নগদ এক লক্ষ টাকা ও খাদ্য সামগ্রী বিতরণ করেন অনুষ্ঠানে আগত অতিথি বৃন্দ। 

*

إرسال تعليق (0)
أحدث أقدم