পদ্মাসেতু উদ্বোধন জাকজমকভাবে উদযাপনের লক্ষ্যে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত



লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ: 


৯ জুন     বৃহস্পতিবার  সকাল  সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আগামী ২৫ জুন ২০২২ তারিখ পদ্ম সেতু উদ্বোধন অনুষ্ঠান জেলা পর্যায়ে জাঁকজমকভাবে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন,  এর সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক অসীম চন্দ্র বনিকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ডিডিএলজি মোহাম্মদ জাকির হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনোয়ারুল হালিম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু সাঈদ, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম প্রামাণিক ,এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহাবুব আলম, আরডিসি এ এস এম রেজাউল করিম ,ডিআরও মোহাম্মদ শফিকুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এডভোকেট আফতাব উদ্দিন, যুগ্ম সম্পাদক এডভোকেট হায়দার চৌধুরী লিটন, সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আবুল কালাম সাধারণ সম্পাদক মোবারক হোসেন, রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক এডভোকেট মতিউর রহমান পীর, বীর মুক্তিযোদ্ধা নুরুল মোমেন, সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রীর সহ সভাপতি খন্দকার মনজুর আহমদ, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সহ সভাপতি সেলিম আহমদ তালুকদার প্রমুখ।  

 এছাড়াও জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের প্রধানগণ; জনপ্রতিনিধি; বীর মুক্তিযোদ্ধা; রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি; ধর্মীয় নেতৃবৃন্দ; ব্যবসায়িক প্রতিনিধি; নারী প্রতিনিধি; বিভিন্ন প্রিণ্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


সভায় দেশের এই বিশাল অর্জন পদ্মা সেতুর উদ্ধোধন অনুষ্ঠান জাঁকজমকভাবে উদযাপনের জন্য বিভিন্ন কর্ম সুচী গ্রহণ করেছেন।

*

إرسال تعليق (0)
أحدث أقدم