সুনামগঞ্জের শাল্লার হাওড়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক যুবক নিহত




সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ছোট নৌকাযুগে হাওরে মাছ ধরার সময় বৃষ্টিপাতের পাশাপাশি হঠাৎ বজ্রপাতে এক যুবক নিহত হয়েছে। তার নাম রাধিকা চন্দ্র দাস(৩৫)। সে উপজেলার  হবিবপুর ইউনিয়নের চাকুয়া গ্রামের মৃত রাকেশ দাসের ছেলে ।


স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে জীবন জীবিকার প্রয়োজনে ঐ যুবক হাওড়ে মাছ ধরতে গিয়েছিল । রবিবার ভোররাতে হাওরে মাছ ধরা অবস্থায় বৃষ্টিপাতের পাশাপাশি হঠাৎ বজ্রপাত হলে ঐ যুবক ঘটনাস্থলে মারা যান। রাতে সে বাড়ি না ফেরায় তার স্বজনরা সকালে ঘটনাস্থলে গিয়ে রাধিকার মরদেহ উদ্ধার করে স্থানীয় শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে নিয়ে আসার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। 


এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য সুনীল দাস বলেন সে কখন মারা গেছে কেউ জানানে। রাতে বাড়িতে না ফেরায় সকালে খোজাখুজি করে পাশের গ্রামে তার মাছ ধরার নৌকা পাওয়া যায় কিন্তু নৌকাতে সে নাই। এলাকার জেলেদের জালে লাশ ওঠে। তার দেহে বজ্রপাতে মারা যাওয়ার লক্ষণ রয়েছে।


এ বিষয়ে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম মুঠোফোনে জানান রাতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মারা গেছে। আমাদের অফিসার ওখানে আছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। ##



সুনামগঞ্জ প্রতিনিধি

০৫.০৬.২০২২

*

إرسال تعليق (0)
أحدث أقدم