জগন্নাথপুরে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ৯ জনের মধ্যে ৫ জনের নাম চুড়ান্ত



রিপোর্টঃ আমিনুর রহমান জিলু


সুনামগঞ্জের জগন্নাথপুরে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়নের জন্য ৯ জন প্রার্থী নিজেদের নাম প্রস্তাব করেছেন- তারা হলেন


(১) উপজেলা আওয়ামীলীগ সভাপতি আকমল হোসেন, 


(২) উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম, 


(৩) উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজ্বী রেজাউল করিম রিজু,


(৪) উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি হারুন রশীদ, 

(৫) উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুক্তাদির আহমেদ মুক্তা, 

(৬) শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মিন্টু রঞ্জন ধর, 

(৭) সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি সাবিনা সুলতানা, 


(৮) সাবেক পাটলী ইউপি চেয়ারম্যান সিরাজুল হক, 


(৯) মাস্টার সিরাজ উদ্দিন।


তাদের মধ্যে ৫ জনের নাম চুড়ান্ত করে কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। 

গতকাল ১৫ জুন বুধবার দুপুরে স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত বর্ধিত সভায় আসন্ন জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়নের জন্য ৫ জন প্রার্থীর নাম চুড়ান্ত করে কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত হয়। তারা হলেন-


(১) উপজেলা আওয়ামীলীগ সভাপতি আকমল হোসেন

(২) উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম

(৩) উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজ্বী রেজাউল করিম রিজু

(৪) উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি হারুন রশীদ

(৫) উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মিন্টু রঞ্জন ধর।


নেতৃবৃন্দ বলেন ৫ জনের মধ্যে কেন্দ্র থেকে যার নামে সিদ্ধান্ত আসবে তিনিই হবেন জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী এবং নৌকার মাঝি।

সভায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজ্বী রেজাউল করিম রিজুর পরিচালনায়- প্রধান অতিথির বক্তব্যে রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি জননেতা সিদ্দিক আহমদ, সৈয়দ আবুল কাশেম, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সাবেক সহ সভাপতি হারুন রাশিদ, সহ সভাপতি সিরাজুল হক, যুগ্ন সম্পাদক সিরাজ উদ্দিন, লুৎফুর রহমান, সুজিত কুমার রায়, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, জয়দ্বীপ সুত্রধর বিরেন্দ্র। তথ্য ও গবেষণা সম্পাদক বিজন কুমার দেব, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল জব্বার, সাবেক পৌর মেয়র উপজেলা আওয়ামীলীগ সদস্য মিজানুর রশিদ ভুইয়া, সহ প্রচার সম্পাদক ফিরোজ আলী, শ্রম সম্পাদক সৈয়দ শেফুল আমিন, মসহুদ আহমেদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুজিবুর রহমান, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মতিউর রহমান, সহ দপ্তর সম্পাদক মাসুম আহমেদ, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক হাজ্বী ইকবাল হোসেন ভুইয়া, হাজী জমসেদ আলী তালুকদার সহ আরো অনেকে। 

পরে সিনিয়র নেতৃবৃন্দের সিদ্ধান্ত অনুযায়ী ৫ জনের নাম চুড়ান্ত করে কেন্দ্রে পাঠানোর প্রস্তাব করা হয়।

এ সময় চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, পাটলি ইউপি চেয়ারম্যান আংগুর মিয়া, রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম, উপজেলা শ্রমিক লীগের আহবায়ক মোঃ নুরুল হক, সদস্য সচিব জাহির উদ্দিন, কলকলিয়া ইউনিয়ন আ.লীগ সভাপতি ফখরুল হোসেন, মিরপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি আতিকুর রহমান, আ.লীগ নেতা আবদুল কাদির, চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন আ.লীগ সভাপতি আবদুল গফুর, সাধারণ সম্পাদক জুয়েল মিয়া, পাইলগাঁও ইউনিয়ন আ.লীগ সাবেক সভাপতি আপ্তাব উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক হাজী আবদুল তাহিদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাবিবুর রহমান, যুবলীগ নেতা সেলিম আহমদ, জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল মুকিত সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন