সবার নাম কেন্দ্রে যাবে আমার নাম যাবেনা কেনো? আওয়ামীলীগ নেত্রী- সাবিনা সুলতানা




স্টাফ রিপোর্টারঃ


আসন্ন জগন্নাথপুর উপজেলা নির্বাচনকে সামনে রেখে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় চেয়ারম্যান পদে নিজের নাম না থাকায় প্রতিবাদ জানিয়েছেন জেলা পরিষদের সাবেক সদস্য,

সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি, জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোছাঃ সাবিনা সুলতানা। তিনি বলেন সবার নাম কেন্দ্রে যাবে আমার নাম যাবেনা কেনো? আমি নারী এটাইকি আমার অপরাধ!! 

বর্তমান আওয়ামীলীগ সরকার নারী বান্ধব সরকার, নারী ক্ষমতায়ন প্রতিষ্ঠায় পুরুষদের পাশাপাশি নারীদের অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার। 

যেখানে দেশের প্রধানমন্ত্রী একজন মহিলা, সংসদের স্পিকারও একজন মহিলা, মন্ত্রী পরিষদেও মহিলা, সব জায়গাতে পুরুষের পাশাপাশি মহিলাও আছে। তবে অন্য সবার মতো নাম প্রস্তাব করার পরেও কেনো আমার নাম কেন্দ্রে যাবেনা? আমার অপরাধ কি? কোন দিক থেকে আমি অযোগ্য?  মহিলা বলে কেনো আমাকে অবহেলা করা হচ্ছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তিনি আরো বলেন উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়নের জন্য আমি লিখিত আবেদন করলেও তারা সেটা গ্রহণ করেননি।

আমি জেলা নেতৃবৃন্দকে বিষয়টি অবহিত করবো। এবং প্রয়োজনে আমি কেন্দ্রে গিয়ে নিজের নাম প্রস্তাব করবো।

আজ ১৫ জুন বুধবার দুপুরে স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত বর্ধিত সভায় আসন্ন জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়নের জন্য ৮ জন প্রার্থী নিজেদের নাম প্রস্তাব করেন। তারা হলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি আকমল হোসেন,

উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি নুরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজ্বী রেজাউল করিম রিজু,

উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি হারুন রাশীদ, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মিন্টু রঞ্জন ধর, সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি সাবিনা সুলতানা, আওয়ামীলীগ নেতা সিরাজুল ইসলাম। 

সভায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজ্বী রেজাউল করিম রিজুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি জননেতা সিদ্দিক আহমেদ। সভায় সর্বসম্মতিক্রমে ৮ জনের নাম প্রস্তাব করা হলেও এর থেকে ৩ জনের নাম বাদ দিয়ে ৫ জনের নাম চুড়ান্ত করে কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত হয়। এতে সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগ নেত্রী সাবিনা সুলতানও বাদ পড়েন। 

পরে সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিংএ তিনি উল্যেখিত কথাগুলো বলেন।

*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন