লন্ডনের নির্বাচনে জগন্নাথপুরের জয় জয়কার



স্টাফ রিপোর্টারঃ


যুক্তরাজ্যর সদ্য সমাপ্ত নির্বাচনে জগন্নাথপুর উপজেলার বাসিন্দাদের জয় জয়কার। তাদের জয় নিয়ে বাঙালি কমিউনিটিতে বইছে উচ্ছ্বাস। সেই সাথে বাংলাদেশে আনন্দের বন্যা বইছে নিজ এলাকাতে। 

সাবিয়া কামালী লেবার পার্টি প্রার্থী হিসেবে লন্ডন বারা অব নিউ হামের স্টাটপোর্ট এরিয়া থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তিনি জগন্নাথপুর উপজেলার শাহারপাড়া গ্রামের বাসিন্দা।

লন্ডনের রেডব্রীজ কাউন্সিলের নির্বাচনে বাঙালি নারী প্রার্থী আবারো বিজয়ী হয়েছেন সৈয়দা সায়মা আহমেদ। তিনি জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর গ্রামের বাসিন্দা।

যুক্তরাজ্যের ওয়ালসাল কাউন্সিলের পালফ্রি ওয়ার্ড থেকে লেবারপার্টির মনোনয়নে প্রথম বারের মত কাউন্সিলর নির্বাচিত হয়েছেন সলিসিটর শাকিলা বেগম হোসেন ।

তিনি জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের জগদীশপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী শাহাব উদ্দিনের মেয়ে সলিসিটর শাকিলা বেগম হোসেন। তাহার দাদা

মরহুম হাজী রফিক উল্লাহ জগদীশপুর গ্রামের শালীশি ব্যাক্তিত্ব ছিলেন।

তৃতীয়বার হ্যাট্রিক বিজয়ী কাউন্সিলার সৈয়দ আলী আহমেদ |সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর গ্রামের সুসন্তান |আমরা আনন্দিত উচ্ছসিত তোমার সফলতায় |

লন্ডন রেড ব্রিজ বারার ত্রুান ব্লোক ওয়ার্ড থেকে লেবার পার্টি কাউন্সিলার নির্বাচিত হয়েছেন  সৈয়দ শেকুল ইসলাম সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর গোয়াল গাও  গ্রামের সন্তান,তিনি জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর গ্রামের  মরহুম মাস্টার সৈয়দ মুহিবুর ইসলাম  (আসকর আলী) ছেলে।

*

إرسال تعليق (0)
أحدث أقدم