জৈন্তাপুরে ৯ম শ্রেনীর ছাত্রী অপহরন মামলার আসামী সোহানুর গ্রেফতার



স্টাফ রিপোর্টার

জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড ৯ম শ্রেনীর ছাত্রী অপহরন মামলার অপহরনকারী সোহানুর রহমান সোহানকে গ্রেফতার করেছে জৈন্তাপুর থানা পুলিশ। জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদ নির্দেশে তদন্তকারী কর্মকর্তা তথ্য প্রযুক্তির সাহায্যে এসআই (নিঃ) সাহিদ মিয়া আসামী ও ভিকটিমের অবস্থান নিশ্চিত হলে মঙ্গলবার (২৪ মে) সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় আসামী সোহানুরকে টাঙ্গাইলের সখিপুর হইতে গ্রেফতার করেন এবং ভিকটিমকে উদ্ধার করেন। উল্লেখিত, ভিকটম জৈন্তাপুর থানাধীন ঠাকুরের মাটি পশ্চিমের চটি সাকিনস্থ জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলের ৯ম শ্রেনীর ছাত্রী সোমবার (৯ মে) বিকেল ৩ টায় সময় কোচিং সেন্টারে যাওয়ার জন্য চিকনাগুল মিফতাউল উলুম মাদ্রাসার সামনের রাস্তায় সামনে গাড়ির জন্য অপেক্ষা করছিল। এসময় আসামী সোহানুর রহমান সোহান অন্যান্য আসামীদের সহায়তায় প্রাইভেট গারি যোগে ভিকটিমকে অপহরণ করে নিয়ে যায়। এ সংক্রান্তে ভিকটিমের মা বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় অভিযোগ দায়ের করলে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ একটি নিয়মিত মামলা রুজু করেন। মামলা নং- ০৬ তাং- ১১/৫/২২ ইং, ধারা- নারী শিশু নির্যাতন দমন আইনের ৭/৩০। আসামী সোহানুর রহমান সোহান ভিকটিমকে অপহরণ করে টাঙ্গাইল সখিপুর থানায় আত্মগোপন করে। 


এ ব্যাপারে জৈন্তাপুর থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদ জানান, আসামী সোহানুর রহমানকে আটক করে। আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে এবং ভিকটিমকে ডাক্তারি পরিক্ষার জন্য সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ওসিসিতে ভর্তি করা হয়েছে।

*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন