জগন্নাথপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় দরিদ্র মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ



রিপোর্টঃ মাসুদ আহমেদ তালুকদার


সুনামগঞ্জের জগন্নাথপুরে যুক্তরাজ্য ভিত্তিক চ্যারিটি সংস্থা কাজিন ব্রাদার্স ফাউন্ডেশন ইউ কে এর উদ্যোগে- ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, কামারখাল গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট দানশীল ব্যাক্তিত্ব, যুক্তরাজ্য প্রবাসী মোঃ আক্তারুজ্জামানের সার্বিক ব্যবস্থাপনায়- বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় দরিদ্র মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার বিকেলে উপজেলার কলকলিয়া ইউনিয়নের জগদীশপুর গ্রামের সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের বন্যাশ্রয় কেন্দ্রে বন্যায় ক্ষতিগ্রস্ত কয়েকটি পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। 

প্রসঙ্গত গত কয়েকদিনের ভারি বর্ষন ও পাহাড়ি ঢলে ভেসে আসা পানিতে সিলেট বিভাগের কয়েকটি জেলা বন্যায় প্লাবিত হয়। এতে ক্ষতিগ্রস্ত হয় লাখো পরিবার। ঘর বাড়ি, রাস্তা ঘাট, হাট বাজার, স্কুল কলেজ পানিতে  ডুবে খাদ্য ও বিশুদ্ধ পানি সংকটে পড়েন সাধারণ মানুষ। এসকল মানুষের সাহায্যর্থে সর্বদা এগিয়ে আসেন একদল মানুষ।  যুক্তরাজ্য প্রবাসী মোঃ আক্তারুজ্জামান তাদেরই একজন। 

জানা যায় এর আগেও তিনি বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে, 

অসহায় দরিদ্র মানুষদের পাশে ছিলেন।

খাদ্য সামগ্রী বিতরণকালে বক্তব্য রাখেন সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শব্বির আহমেদ চৌধুরী,    কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি দেলোয়ার হোসেন দোলা।

এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক খসরুল আবেদীন, সুয়েব আহমেদ, শিক্ষক মাহবুব আলম টিটু, রিয়াজ উদ্দিন জনি, সাবেরিন আহমেদ মামুন, সাংবাদিক মাসুদ আহমেদ তালুকদার, যুবনেতা মাসুম আহমেদ সহ আরো অনেকে। 



*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন